মন ছুটে যায় – শৈশবের ওই
আমার ছোট্ট গায়,
সেথায় আমি – ঘুরিফিরি
চড়ে ভাসি নায়।
শৈশবের ওই – কত স্মৃতি
আজি মনে ভাই,
এমন মধুর – সময় তবে
ধরার বুকে নাই।
ইচ্ছে খুশি – ঘোরাঘুরি
মন অভিলাষ খেল,
জীবনের ওই – আনন্দ আর
নানা রকম ভেল।
নদের জলে – তরী নিয়ে
তুলি শাপলা ফুল,
ইচ্ছে খুশি – মন আনন্দে
করছি কত ভুল।
ঘাস ফড়িংয়ের – পিছু ছুটে
গেছি কত দিন,
নদের জলে তরী নিয়ে
ধরছি প্রচুর মীন।
রচনাকালঃ
০৩/০৮/২০২১
৪+৪/৪+১
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
পড়তে পড়তে সত্যই শৈশবে হারিয়ে গিয়েছিলাম কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।।
হালিমা আক্তার
সুন্দর শৈশব স্মৃতি চারণ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।
সুন্দর মন্তব্য।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দুরন্ত শৈশবের অপূর্ব স্মৃতি ফুটে উঠেছে — “মন ছুটে যায় – শৈশবের ওই
আমার ছোট্ট গায়,
সেথায় আমি – ঘুরিফিরি
চড়ে ভাসি নায়”।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ প্রিয়