কে আমি? কি আমার পরিচয়? অদৃশ্য দেয়ালে মাথা ঠুকে ঠুকে একটাই প্রবল জিজ্ঞাসা আমার!
উত্তর মেলেনা!
কখনও কোনো এক অন্ধ বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দেই! ভাবছেন আমি বুঝি ফেরেশতা কোনো!
না!
এই আমিই অসহায়ের বাড়ানো ভিক্ষার হাতকে অবলীলায় করি উপেক্ষা!
আবার, একজন অচেনা কিশোরের কষ্টের কথা শুনেই আমার চোখ ভিজে আসে! অথচ, আমার বাড়ীর পাশের দোকানে কাজ করা ছোকরাটা যখন উদয়াস্ত পরিশ্রম করে, সেটা আমার চোখ এড়িয়ে যায় সহজেই!
বিশ্বাস করি স্রষ্টায়! অথচ প্রার্থনা করিনা। পান করি! দান করিনা!
কোনো মেয়ের প্রতি অবিচারে ক্ষোভে টগবগ করি! কিন্তু সুন্দরী মেয়ে দেখলে চেয়ে দেখি, কামনাও করি হয়তোবা তাকে!
আমি কি তবে?
জাজ্বল্যমান একটা হিপোক্রিট!
এছাড়া আর কি ই বা বলা যায় নিজেকে…!
১১টি মন্তব্য
অলিভার
চমৎকার আত্ম-মূল্যায়ন।
সত্যিই এই খোলসের ভেতর আমিটা কে তা বোধ করি পুরোপুরি আমরা নিজেরা কখনোই জানতে পারবো না।
অরণ্য
নাহ্, হিপোক্রিট বলতে চাইনা আমি। আরো কিছু ডাইমেনশনও আছে যে!
ও হৃদয় হিপোক্রিট নয়; নিশ্চিন্ত থাকুন। 🙂
বোকা মানুষ
কাঁদছি মন্তব্য পড়ে!
সীমান্ত উন্মাদ
পৃথীবির সমস্ত কোলাহল জানার আগে নিজেকে জানাটা জরুরী। আপনার নিজেকে নিজে করা প্রশ্নগুলো সবাই যদি তুলে নিয়ে নিজেকে প্রশ্ন করে তবে আমার মনে হয়, আত্মউপলব্ধিটা সবার ভালই হবে।
আমি কে? এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য মানুষ, আমি যতটুকু জানি গত ২০০০ হাজার বছর ধরে চেষ্টা করছে। আমিও চেষ্টা করছি জীবনকে কিছুটা বুঝার পর থেকে। উত্তর পাইলে সোনেলায় জানাবো। আপনি পেলেও জানাবে আশাকরি।
শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
নিজের সম্পর্কে সহজ সরল স্বীকারোক্তি ভালো লাগলো 🙂
শুন্য শুন্যালয়
এ যে আমাদের সবার আত্মজিজ্ঞাসা!! আমাদের সবার ভেতরেই দুই মানুষ। চমৎকার লেখা ভাইয়া।
খেয়ালী মেয়ে
আত্মজিজ্ঞাসা সবার মাঝেই থাকা উচিত…
নীলাঞ্জনা নীলা
আমাদের সকলের মধ্যে দুজন বাস করে।
একজন হা-হুতাশের জন্য, আরেকজন বাহবা কুড়োনোর জন্য।
সকলেই বড়ো সাজতে চায়, ভাব দেখাতে চায়। তারাই মহামানুষ, যারা তাদের প্রশংসা ছড়ানোর অপেক্ষায় বসে থাকেন না।
আপনি এই যে স্বীকার করেছেন, হিপোক্রেট আর তো বলা যায়না। হিপোক্রেসি তো সেটাই যেখানে কেউ স্বীকার করেনা তাদের নিজেদের ভাব দেখানোর ব্যাপারে।
লিখুন। 🙂
বোকা মানুষ
মরে যাওয়াটা অনেক ভাল! সত্যি, মিথ্যা- কিছুই বলতে হয়না! মৃত মানুষের কোনো শত্রু নেই! 🙁
অরণ্য
সাহিত্য চর্চায় এ আসা নয় এবার। খোঁজ নিতে এলাম বোকা মানুষটির। মনে হলো আমার জানা উচিৎ আপনি কেমন আছেন। ভাল থাকবেন।
বোকা মানুষ
ক’দিন আগে শরীরের উপর দিয়ে ভাল একটা ঝড় গেছে! বেঁচে আছি, এটাকেই মিরাকল মনে হচ্ছে!