
কথার জাদুকর হুমায়ূন আহমেদ স্যার এর লিখিত প্রতিটি উপন্যাসের প্রতিটি চরিত্রকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয় এবং অনন্য। কেমন যেন গভীর মাদকতা আছে তাঁর প্রতিটি লেখনীতে। প্রতিটি লেখার অর্থবহ ও প্রাঞ্জলতার দরুন তিনি ঠাঁই করে নিয়েছেন বহু মানুষের হৃদয়ে। অবশ্য নিন্দুকেরা আড়ালে আবডালে কত কথাই না বলে। তাই বলে স্যার এর জনপ্রিয়তা কিংবা পাঠক গ্রাহ্যতাকে কখনোই হ্রাস করতে পারেনি। হয়তো পারবেও না। বেশ ভাল লাগে, যখন দেখি দেশের প্রতিটি জেলায় “হিমু পরিবহণ” নামক একটি সংগঠন আছে। আজও এই সংগঠন বেশ সক্রিয় ভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসবই হচ্ছে স্যার এর প্রতি উষ্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ।
পৃথিবীতে সুকান্ত একজনই, শরৎচন্দ্র একজনই। তেমনই হুমায়ূন আহমেদও একজনই। যুগে যুগে এমন কিংবদন্তি জন্মায় না। তাঁদের বিকল্প কিংবা অনুকল্পও কখনও হয় না।
প্রয়াত হুমায়ূন আহমেদ স্যার এর আজ জন্মদিন। জানাচ্ছি হৃদয় নিংড়ানো উষ্ণ ভালবাসা।
১৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
শুভ জন্মদিন
সুরাইয়া পারভিন
শুভ জন্মদিন
উনার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি
ভালো থাকুন ওপারে
অনন্য অর্ণব
বিদেহী
অনন্য অর্ণব
হুমায়ূন স্যার ছিলেন বাংলা সাহিত্যের সর্বশেষ নক্ষত্র। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, আর দোয়া। যেখানেই থাকুন ভালো থাকুন।
রুমন আশরাফ
চির শান্তিতে থাকুক আমাদের প্রিয় লেখক।
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন প্রিয় লেখক।
ওনার তুলনা কেবল উনিই।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
রুমন আশরাফ
আমীন
এস.জেড বাবু
জ্বী ভাই এটাই সত্য
পৃথিবীতে সুকান্ত একজনই, শরৎচন্দ্র একজনই। তেমনই হুমায়ূন আহমেদও একজনই। যুগে যুগে এমন কিংবদন্তি জন্মায় না।
শিহরণ নিয়ে মিসির আলীর গল্প পড়তাম। ভুববো না কোনদিন। একরাশি শ্রদ্ধা উনার প্রতি।
চমৎকার পোষ্ট।
রুমন আশরাফ
ধন্যবাদ প্রিয় বাবু ভাই।
এস.জেড বাবু
আপনাকেও ধন্যবাদ
মনির হোসেন মমি
আমরাও হুমায়ূন স্যারের গল্প নাটক উপন্যাস পড়েই বড় হয়েছি। স্যারের অয়োময় নাটকের বাকের ভাই চরিত্র দেশে ব্যাপক সারা জাগিয়েছিলো। আমি নিজেও চরিত্রের বাকের ভাইয়ের ফাসি রায়ের বিরুদ্ধে পোষ্টার লাগিয়ে মিছিল করেছি।সে এক স্মৃতিময় অধ্যায়।
স্যারের জন্মদিনে এমন লেখায় ধন্যবাদ জানাই।
রুমন আশরাফ
হ্যাঁ খুব মনে পড়ে সেসব দিনগুলো। ধন্যবাদ প্রিয় মনির ভাই।
তৌহিদ
হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু বলার নেই। তার লেখকীয় গুণাবলীর উপমা তিনি নিজেই।
তিনি ভালো থাকুন এটাই কাম্য।
রুমন আশরাফ
সত্যিই স্যার এর তুলনা স্যার নিজেই।
সঞ্জয় মালাকার
শুভ জন্মদিন, স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
রুমন আশরাফ
স্যার এর প্রতি ভালবাসা অবিরাম।