
আমার BCS হবে না, এটা বুঝতে পেরেও আমার পরিবার আমাকে BCS কোচিং করতে পাঠিয়েছিল ক্যাডার হবে এমন এক ছেলের সাথে সম্পর্ক করতে। তারপর তার সাথেই আমার বিয়ে দিতো।আমি যাকে কোচিং এ পেয়েছিলাম, সে পূর্ব বিবাহিতা বালক। তার এক পুত্র সন্তানও আছে।শোনা যাচ্ছিল, তার বউ নাকি BCS ক্যাডার হওয়ায় তাকে ছেড়ে গিয়েছিল।
তাতে কি? পাপকে ঘৃণা করো,পাপীকে নয়।
আব্বা বলেছে,”BCS হয়ে গেলে নাকি সব ছেলেই এক”।
তার রেজাল্টই আমার রেজাল্ট। তাই,আমার সব শ্রম আমি তার দেখাশোনা করতে গিয়ে কাজে লাগালাম। সকল BCS ক্যাডারদের ভিডিও দেখে,রেগুলার কোচিং করে,প্রতিটা বিষয়ে রাতজেগে পড়াশোনা করে,অনেক বই পড়ে, সকল শীট ফলো করে তার জন্য নোট তৈরি করতাম।কারণ, আমার অনেক ইচ্ছে আমার বিয়ের চকলেট কেক এ বড় করে লেখা থাকবে “BCS ক্যাডার বরের বউ জনাবা সায়মা”। তাছাড়া বাবা বলতো,বিসিএস’দের বিয়ের খাবার এর টেস্ট ও নাকি জোস।বুফে খাবার এর মতো!
*আজকে সে ১ম হল।সে আমাকে বিয়ে করবেনা,কারণ আমার বিসিএস হয়নি।তাই,সে তার আগের বউ এর কাছেই ফিরে গেল।
তাতে কি!Failure is the pillar of success.যখন সফল হবো তখন হয়ত দেশের সেরা wanted Bestseller বই লিখে ফেলব, যার নাম হবে”BCS ক্যাডার বর পেতে চাইলে”।
৪১তম সামনে। আরেকজনকে পেয়েছি। তার শুধু একটা সমস্যা তার মন অনেক বড়। তাই, পৃথিবীর কোনো মেয়েকেই সে না করতে পারেনা।
তাতে কি! আব্বা বলেছে,”বিসিএস ক্যাডারদের মন বড় হতে হয়।”
আচ্ছা যায় এখন। মাস্ক পড়ে তাকে আমার বইগুলো তাকে দিয়ে আসি।
হয়ত একদিন BCS ক্যাডার জামাই ধরতে সফল হবো, তখন সুশান্ত পালের গল্পের মত আমার গল্পটাও লেখা হবে।
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
BCS বরের বউ হওয়া দেখছি সহজ কাজ না!
তবে, যেভাবে আদাজল খেয়ে নেমেছেন তাতে আমরা আশাবাদী, হয়তো এক টুকরো চকলেট কেক আমরা পাবো যেখানে বড় করে লেখা থাকবে “BCS ক্যাডার বরের বউ জনাবা সায়মা” 🙂 🙂
বারবার হেরে গেলেও লেগে থাকুন আপু,
কারণ Failure is the pillar of success!
BCS পাত্রের হুজুগে পরে এভাবে কত মেধাবী মেয়েরা নিজেদের স্বপ্ন-স্বনির্ভরতা ছেড়ে পরজীবি প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছে, অথচ পরিবারের লোকেরা হুজুগ থেকে বাইরে আসতে পারছে না। BCS পাত্র-পাত্রীদের প্রতি অভিভাবকদের এই আগ্রাসী মনোভাব একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে। রম্য দিয়ে সামাজিক ব্যাধিটার খারাপ দিক গুলো সুন্দর করে তুলে ধরেছেন।
আরও লিখুন, ভালো থাকুন।
ঈদ মুবারক 🌹🌹
জান্নাতুল ফেরদৌস সায়মা
পরিবারে মেয়ে ক্যাডার হোক আর না হোক, পাত্র ক্যাডার হওয়া লাগবেই! এজন্য সমাজ অন্য কোনোভাবে জীবিকা নির্বাহ করে কোনোমতেই সন্তুষ্ট নয়। পরে বলে উঠে,ক্যাডার তো হয়নি আর।
আশা করি সমাজের মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে!
-ইনশাআল্লাহ
ফয়জুল মহী
দুর্দান্ত উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
জান্নাতুল ফেরদৌস সায়মা
অসংখ্য ধন্যবাদ। ইদ মোবারক
সুপর্ণা ফাল্গুনী
BCS ক্যাডারদের নিয়ে পরিবারের আদিখ্যেতা দারুন ভাবে তুলে ধরলেন। এসব বাড়াবাড়ির জন্য সংসার, সম্পর্ক নিমেষেই ভেঙে যায়। আপনি যেভাবে লেগেছেন BCS ক্যাডার এর বৌ হবার জন্য আশা করি মনের আশা পূরণ হবে । ঈশ্বর সহায় হোন। ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা রইলো
জান্নাতুল ফেরদৌস সায়মা
সবসময় এভাবে দোয়া করবেন।
আর গল্পে লুকানো মেসেজটা বুঝতে পারায় অসংখ্য ধন্যবাদ।
ইদ মোবারক
সুপায়ন বড়ুয়া
বিসিএস’দের বিয়ের খাবার এর টেস্ট ও নাকি জোস।বুফে খাবার এর মতো!
চবির ছাত্রদের মনটা একটু উদার ও সবুজ হয়। আপনি যেভাবে লেগেছেন BCS পাশ না করে ক্যাডার এর বৌ হবার জন্য, আশা করি মনের আশা পূরণ হবে ।
ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা রইলো
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ! ইদ মোবারক
সুপায়ন বড়ুয়া
এত সুন্দর উৎসাহ দিলাম শুধু ধন্যবাদ দিয়ে কেটে পড়লে হবে আপু ?
গল্প ৭ ! পড়ুন , মন্তব্য করুন আসুন গল্পে আড্ডা দিই। সবার সাথে পরিচিত হোন।
ঈদ মুবারক।
সুরাইয়া নার্গিস
ভালো বলছেন আপু।
আমি আমার বন্ধুদের দেখেছি ওরা কোচিং করতো এমন কিছু চিন্তা মনে নিয়ে।
আপনার লেখাটা ভালো লাগছে, আমাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত
জান্নাতুল ফেরদৌস সায়মা
ইনশাআল্লাহ
নিতাই বাবু
আপনার মনের আশা পূর্ণ হোক, এই কামনা করি। সাথে শুভকামনাও থাকলো।
জান্নাতুল ফেরদৌস সায়মা
ধন্যবাদ ধন্যবাদ
আরজু মুক্তা
মন মানসিকতার পরিবর্তন আসুক
জান্নাতুল ফেরদৌস সায়মা
ইনশাআল্লাহ