
সুনীল আকাশ এখন আর আমায় হাতছানি দিয়ে ডাকে না।
শুভ্র মেঘের চাহনি এখন আর আমায় পেঁজো তুলোর ভেলায় ভাসায় না।
টিনের চালে বৃষ্টির রিনিঝিনি নূপুরের ছন্দ এখন আর আমায় আবেগ তাড়িত করে না।
শুষ্ক মাটির বুকে প্রথম স্পর্শ করা জলের সোঁদা গন্ধ এখন আর আমায় বিমোহিত করে না।
হঠাৎ সামনে পাওয়া লাল ফড়িংয়ের দর্শন এখন আর আমায় দলছুট করে না।
করিডোর উপচেপড়া দখিনা সমীরণ এখন আর আমায় ছোঁয় না।
রাতের আকাশে ঝুলে থাকা নিঃসঙ্গ চাঁদ এখন আর আমায় উদাসী করে না।
নির্ঘুম রাত এখন আর আমায় আপন করে কাছে পায় না।
বিহান বেলায় শিশির সিক্ত কদর্মাক্ত শিউলি ফুল এখন আর আমায় মায়ায় জড়ায় না।
এতো এতো শূন্যতা যাকে পূর্ণ করে রেখেছে,
তার আঙুলের ডগায় গুচ্ছ গুচ্ছ শব্দের নাচন সম্ভব!
ছবি-গুগল
১১টি মন্তব্য
বন্যা লিপি
তবে আঙুল এবার কথা বলুক।
অনেক খুশি লাগছে তোমাকে দেখে।
শুরু করো আবার।
সুরাইয়া পারভীন
শুরু তো করতেই চাইছি কিন্তু পারছি কই
এখন যে আর যা তা লিখে তৃপ্ত হয় না মন
কৃতজ্ঞতা সহ ভালোবাসা রইলো আপু💓
বন্যা লিপি
লিখতে লিখতেই মনের মত শব্দ চলে আসবে।
সৌবর্ণ বাঁধন
সুনীল আকাশ, শুভ্র মেঘ, রিনিঝিনি বৃষ্টি, দখিণা সমীরণে নিঃসংগ চাঁদের আলোয় কতো গুচ্ছ গুচ্ছ শব্দ চলে এসেছে নির্দ্বিধায়। শুভকামনা জানবেন।
সুরাইয়া পারভীন
এ আর এমন কি
নেহাতই মন ভুলানো খুঁটিনাটি
সুন্দর মন্তব্যে উৎসাহ প্রদানের জন্য কৃতজ্ঞতা অশেষ
হালিমা আক্তার
একটা সময় জীবনের সব কিছুই ধুসর মনে হয়। তবু জীবন চলে যায় জীবনের মতো করে। আপনার লেখার অপেক্ষায় রইলাম। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
আপনারা আছেন বলেই লিখতে ইচ্ছে করে
কিন্তু লেখার মন নিয়ে দ্বিধাগ্রস্ত আমি
অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু
রোকসানা খন্দকার রুকু
শুধু তার হবে কেন? আপনার কলমেও গুচ্ছ গুচ্ছ শব্দ পাওয়া যাচ্ছে। শুভ কামনা সুরাইয়া 🌹
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু
ভালোবাসা অবিরাম
জিসান শা ইকরাম
শব্দের নাচন না থাকলে এত চমৎকার একটি শিরোনাম কে লিখল?
অনেকদিন পরে আপনাকে সোনেলায় দেখে ভালো লাগছে খুব ছোটো আপু।
নিয়মিত লিখুন,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ইচ্ছে আছে সাথে চেষ্টাও ভাইয়া
লিখতে পারবো প্রতিদিনই এইসব ধ্যাৎগাধা টাইপ কিছু অনুভূতি। কিন্তু এতে আত্মতৃপ্তি পাই না যে আর।
যা হোক চেষ্টা চালিয়ে যাবো কখনো না কখনো তৃপ্তিদায়ক লেখা আসবেই ইনশাআল্লাহ
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া