আকুলতা ( ম্যাগাজিন )

আরজু মুক্তা ৬ মে ২০১৯, সোমবার, ০১:৪৭:৩৫পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

দশটি আঙ্গুল ছুঁয়ে থাক
দশটি দিগন্তকে!

কনিষ্ঠায় থাকুক আলো
আর একটাতে থাক অন্ধকার!

অনামিকায় থাক চঞ্চলতা
আর একটাতে থাক নীরবতা!

মধ্যমায় থাক ব্যস্ততা
আর একটাতে থাক অপেক্ষা!

তর্জনীতে থাক অব্যক্ত কথা
আর অন্যটাতে শোনার অধীরতা!

বৃদ্ধাঙ্গুলে থাক পাশে থাকার আকাঙ্খা
আর অন্যটাতে হারাবার ভয়!

এভাবে জীবন চলুক
প্রতিটি প্রহর ধরে
দশটি দিগন্তকে ছুঁয়ে!!

৩২৫৮জন ৩২৫৮জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ