অহংকার

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:২৭:২০পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
  1. অহংকার ওই পতনের মূল
    বিজ্ঞ জনে কয়,
    অহংকারীর সঙ্গীসাথী
    কখনো কেউ নয়।
  2. অহংকারের চূড়ায় উঠে
    দেখায় কত বল
    পরকালে পাবে তুমি
    কৃতকর্মের ফল।
  3. প্রাচুর্যের ভাই মধ্যে থাকে
    যতোই করো ছল,
    মৃত্যুর দূতের কাছের তোমার
    হবে সবি জল।
  4. কর্ম যেমন ফল তেমনি
    শাস্ত্র বলে তাই,
    ইতিহাস ভাই সাক্ষী আছে
    রেহাই তো পায় নাই।
  5. সবি ভুলে একত্র হয়ে
    গায় মানবের গান,
    সকল অহং চুর্ণ হোক ভাই
    জুড়ক মন আর প্রাণ।


  6. রচনাকালঃ
    ১৮/০৭/২০২১
    ৪+৪/৪+১ স্বরবৃত্ত
৭৭৪জন ৬১৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ