অস্তিত্ব বিলীন

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০৬:০৭:৪৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
একজন মানুষের তখনই মৃত্যু হয়

যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম
স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।
সেই মানুষের কখনোই মৃত্যু হয় না
যার সৃষ্টিকর্ম বিরল
সেই মানুষের কখনো মৃত্যু নেই
সে চির অমর
সেই চির অমর।
একটি জাতির তখনই মৃত্যু হয়
যখন সেই জাতির শিল্প সংস্কৃতি
ধ্বংস লীলায় পরিণত হয়
যখন সেই জাতি পরাবলম্বন  করে
এবং দাসত্ব মেনে নেয়
তখনই সেই জাতির মৃত্যু হয়
অস্তিত্ব বিলীন হওয়ার সাথে সাথেই।
অজস্র মানুষ এসেছে এই পৃথিবীতে
যারা কর্ম করে নাই
তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে
কেউ আর তাদের মনে করে না
এই পৃথিবীতে কোনো মূল্য নেই তাদের।
তাই জীবনের দৈর্ঘ্য যাই হোক না কেন
কর্মই পরম ধর্ম
কর্মেই মানুষ বাঁচে অন্যটা নয়
তাই অমর কর্ম কর।
রচনাকালঃ
২৩/১২/২০২০
৯৯১জন ৮৩৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ