
এখন প্রতিদিন ই বৃষ্টি হয়, ভিজে যায় ব্যালকনি, ভিজে যায় বকুলের শাখা। কোথাও আবার কাঁদা মাটির স্রোত উপছে পড়ে। এই বাদলে ভিজে যায় পরিযায়ী মানুষের আশা। কারো ভাসে ছলছল চোখ, কারো ভাসে খড়কুটোর বাসা। হুম,প্রতিদিন বৃষ্টি হয়। প্রেমিক যুগল যেমন ভিজে যায়,তেমনি ভিজে যায় চিলেকোঠার কবুতর। দিন মজুরের চোখ ভরা জল, বৃষ্টির মত ছলছল।সুখীজনের চোখে ঘুমের চাদর। বর্ষা এলে সুখ আসে —- যাদের নেই কোনো কিছুর অভাব।
বজ্রপাতে প্রান যায় দামাল কৃষকের— দেশ গড়া যাদের স্বভাব।
বৃষ্টি ভেজা আকাশ ছুঁতে গিয়ে স্মৃতির ডাইরির জীবন গল্প পাতায়,
জীবন যেখানে তেমন আছে সোনালী অতীত ফিরে দেখায়।
মনের কথা লিখতে গেলে আকুল মনে আকুতি জাগায়,
তার মুখখানি আজও ভেবে বাদল চোখের বৃষ্টি ঝরায়।
মন উদাসের কারবার হয় আষাঢ় মাসে ,
তাকিয়ে দেখি আঁখি ভিজে যায় চারপাশে।।
বৃষ্টি শুরু হলে কেঁদে চলে অবুঝ শিশুর মত। জল নূপুরের এই ঝমঝম আর ঝমঝম নিক্কণে অনুক্ষণে মেতে ওঠে।
অনন্যার গোপন চিঠি গুলো তার কলিজার ড্রয়ারে ই লুকানো ছিল। চিঠি গুলো কখনোই ডানা মেলেনি। ভেজা মনের শেকড় — বাকড়ে যন্ত্রনার খোঁজে কাঠগোলাপ, কদম,দোলন চাঁপার যুথীবনে। তাইতো নকশী বুননে সময়টা ধরে আছে।
দেখো —- চোরাই মেঘের সাজগোজ যেন জমকালো আয়োজন। হঠাৎ ফিক করে হেসে ওঠে বিজলীরা। মেঘলা আকাশের নীলাঞ্জনা চোখ এভাবেই বার বার ফিরে আসে সবকিছু উজার করে।
তবুও অপেক্ষায় সম্পর্ক গুলো হোক র ঙিন আপন,
দোষে নয় গুনে ভরা ছেলেবেলার মত খিলখিলে যাপন।
অসমাপ্ত ডাইরি।
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অতীত জাগানিয়া সৃতি জাইহোক অন্তর মহলে দাগা হানে। চোখ ফিরিয়ে ঘুরিয়ে অতীত অবলোকন করায়ে চোখের কাদুনু হোক হাসুনি হোক ভাসবে। তাই অভিভুত বর্ষায়।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বর্ষায় তো ভাবনা বাড়ায়,নিজেকে হারায়,নতুন পথ খুঁজে পায়
সকল চাওয়া গুলো জমে থাকে নিরালায়। সময় নিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
বর্ষার মোহনীয় বৃষ্টি। কখনো প্রেমিকযুগলের স্পন্দন, কখনো কারও স্বপ্ন কেড়ে নেবার হাহাকার!
তবুও বর্ষা উপভোগ্য ও মধুময়। শুভ কামনা আপু। ভালো থাকবেন।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
চমৎকার মন্তব্য করেছেন আপু। আসোলেই বর্ষার অঝোর ধারা উপভোগ্য ও মধুময়। অফুরান ভালোবাসা রইলো।
যত্নে ও নিরাপদে থাকুন শুভ কামনা সব সময়।
তৌহিদুল ইসলাম
অসমাপ্ত ডায়েরিতে লিখে রেখেছেন মনের সব ইচ্ছের কথা যা এই লিখার মাধ্যমে কিছুটা জানতে পারলাম। ইচ্ছেরা ডানা মেলুক সুবিশাল আকাশে। ভালো থাকুন আপনিও সবসময়।
শুভকামনা আপু।
উর্বশী
তৌহিদুল ইসলাম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সময় করে পড়েছেন।ভাল থাকার চেষ্টা করছি ভাইয়া।বাকি আল্লাহ ভরসা। ভাল থাকুন সব সময় শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
বৃষ্টি আমাদের অনেক কথা বলে,
অনেক স্বপ্নের আনাগোনা হয় মেঘের মত।
ভালো লিখেছেন,
শুভ কামনা।
উর্বশী
জিসান শা ইকরাম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার সাথে একমত পোষণ করছি। ভাল লেখার চেষ্টা করছি।এখনো শেখার পালা চলছে। ভাল থাকুন শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
বৃষ্টি আর মানুষের কাব্যিক মন ; দুইই মিলেমিশে একাকার। আকাশের মতো এমন ভাবে মনে হয় আর কোথাও ডানা মেলা যায় না।
ভালো থাকবেন সবসময়
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
আপনার সাথে সহমত পোষণ করছি। আপনি ও ভাল থাকবেন অফুরান শুভ কামনা সব সময়।
হালিমা আক্তার
বর্ষায় কবি লেখক-সাহিত্যিকদের ভাবুক করে তুলে। সেই ভাবনায় মন ঘুরে চারিপাশে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কথা বলে মনের খাতায়। শুভ কামনা অবিরাম।
উর্বশী
হালিমা আক্তার আপা,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
একদম সঠিক বলেছেন। আপনি ও ভাল থাকবেন অফুরান শুভ কামনা সব সময়।