অভিযোগ

মোহাম্মদ দিদার ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:২৫:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ঐতো, তোর নামের পাশে সবুজ বাতিটা
বেশ জ্বলে আছে!
অথচ তখন বলতি তুমি বিহীন
অন লাইনে আসাটাই মিছে!

মনে হচ্ছে নতুন কাউকে বলেছিস
ওপরের(অথচ তখন বলতি তুমি বিহীন
অন লাইনে আসাটা মিছে।) মিথ্যেটা!
নানা, আমি তোকে দোষী করছিনা,
আমি ভুলেই গিয়েছিলাম খুবই কমন কথাটা।

আমি মানতে পারিনি সেতো আমার ভূল।
তোকে দোষটা দেই কি ভাবে!
আমার সীমাবদ্ধতা ছিলো তোর মাঝে,
তাইতো নিরবতা জুড়েছি স্বভাবে!

ছেড়ে যাবি নাতো? জানতে চাইলেই বলতি
ছেড়ে যাওয়ার কষ্ট নাকি খুব বুঝিস!
তবে কি বুঝে শুনেই, কাঁদিয়ে আমায়
নতুনের মাঝে সুখ খুজিস?

আচ্ছা, নতুনও কি খুব তুই পাগলা?
নেটে না পেলেই টেক্সট করে শত?
নাকি তোর জানালার পশে দাড়িয়ে,
চেয়ে থাকে অবিরত!

আর ঐযে, কথায় কথায় বলতি
গাধাটা আমার “তাকেও ওভাবেই বলিস?
নাকি তোর একটু ভূলেই পোহাতে হয়
অজস্র সত্য মিথ্যা নালিশ।

আমি না হয় ছিলুম খুব অভিমান প্রিয়,
বিরক্তিকর অতি।
নতুন কি তোর খুব মনের মতো?
করেনা অকারণ সময়ের ক্ষতি।

এখন তোকে কেমন ফ্রি মনে হচ্ছে
সারাক্ষন অনলাইনে দেখি,
অথচ, তখন কতো ব্যাস্ত ছিলি!
লেট করে জবাব দিতি!

জানিস? তখন খুব মন খারাপ হতো
তবুও বলতাম না, পাছে তোর মন খারাপ হয়!
আমার মন খারাপ! তেমন কিছুনা
আমায় পোড়াতো তোকে হারানোর ভয়।

এখন তোকে আর বিরক্ত করা হয়না
নিয়ম করে।
জানিস? খুব জানতে ইচ্ছে হয়,
আমার স্মরণে তোর হৃদয় পোড়ে?

জবাবটা না-ই হবে, এ আমি নিশ্চিত।
তবুও চাইলাম জানতে।
কারণ, আমি সুখ পাই ভেবে
তুই আসবি না প্রশ্নের জবাব দিতে!

৭৩৯জন ৬৩৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ