ঐতো, তোর নামের পাশে সবুজ বাতিটা
বেশ জ্বলে আছে!
অথচ তখন বলতি তুমি বিহীন
অন লাইনে আসাটাই মিছে!
মনে হচ্ছে নতুন কাউকে বলেছিস
ওপরের(অথচ তখন বলতি তুমি বিহীন
অন লাইনে আসাটা মিছে।) মিথ্যেটা!
নানা, আমি তোকে দোষী করছিনা,
আমি ভুলেই গিয়েছিলাম খুবই কমন কথাটা।
আমি মানতে পারিনি সেতো আমার ভূল।
তোকে দোষটা দেই কি ভাবে!
আমার সীমাবদ্ধতা ছিলো তোর মাঝে,
তাইতো নিরবতা জুড়েছি স্বভাবে!
ছেড়ে যাবি নাতো? জানতে চাইলেই বলতি
ছেড়ে যাওয়ার কষ্ট নাকি খুব বুঝিস!
তবে কি বুঝে শুনেই, কাঁদিয়ে আমায়
নতুনের মাঝে সুখ খুজিস?
আচ্ছা, নতুনও কি খুব তুই পাগলা?
নেটে না পেলেই টেক্সট করে শত?
নাকি তোর জানালার পশে দাড়িয়ে,
চেয়ে থাকে অবিরত!
আর ঐযে, কথায় কথায় বলতি
গাধাটা আমার “তাকেও ওভাবেই বলিস?
নাকি তোর একটু ভূলেই পোহাতে হয়
অজস্র সত্য মিথ্যা নালিশ।
আমি না হয় ছিলুম খুব অভিমান প্রিয়,
বিরক্তিকর অতি।
নতুন কি তোর খুব মনের মতো?
করেনা অকারণ সময়ের ক্ষতি।
এখন তোকে কেমন ফ্রি মনে হচ্ছে
সারাক্ষন অনলাইনে দেখি,
অথচ, তখন কতো ব্যাস্ত ছিলি!
লেট করে জবাব দিতি!
জানিস? তখন খুব মন খারাপ হতো
তবুও বলতাম না, পাছে তোর মন খারাপ হয়!
আমার মন খারাপ! তেমন কিছুনা
আমায় পোড়াতো তোকে হারানোর ভয়।
এখন তোকে আর বিরক্ত করা হয়না
নিয়ম করে।
জানিস? খুব জানতে ইচ্ছে হয়,
আমার স্মরণে তোর হৃদয় পোড়ে?
জবাবটা না-ই হবে, এ আমি নিশ্চিত।
তবুও চাইলাম জানতে।
কারণ, আমি সুখ পাই ভেবে
তুই আসবি না প্রশ্নের জবাব দিতে!
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
কেউ কাউকে মনে রাখেনা ভাই, অনলাইনের এই দুনিয়ায়।
অল্প কিছু বানান ভুল আছে, যেমন – তভুও , এটা তো তবুও হবে।
আরো কয়েকটা আছে, আপনি একবার পড়লেই বুঝবেন।
শুভ কামনা।
মোহাম্মদ দিদার
আমার ভূল গুলি ধরিয়ে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে।।
সত্যি বলতে আমি লজ্জা পাইনা ভাই।
বাংলা ব্যাকরন, ও বানানে আমি খুব কাঁ।
আর কিছু ভূল সময়ের কারণে হয়।
খুব ইচ্ছে হয় পরতে।
লিখে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে বাট সময়ের কারণে তা খুবই সীমাবদ্ধ ।।
তৌহিদ
ভার্চুয়ালি পরিচিত মানুষ আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে অনেক সময় প্রেমে পড়ে যায়। তবে সবাই সবসময় আপন হয়না। অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা জীবনকে বিস্বাদময় করে তোলে।
বানানের দিকে নজর দিন।
কামাল উদ্দিন
কষ্ট কবিতা, তবে এটা আমাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি………কবির জন্য শুভ কামনা।
মোহাম্মদ দিদার
ভালোবাসা রইলো প্রিয় কবি
কামাল উদ্দিন
শুভ কামনা
নিতাই বাবু
অনলাইন দুনিয়ায় যখন সত্যের সাগরেও মিথ্যের পাহাড় তৈরি হয়, সেখানে অভিযোগ আর অভিমান করা যায় না! নিজের কষ্ট, নিজের মনেই জমা করে রাখাটাই শ্রেয়।
অভিযোগ শিরোনামের দারুণ লিখেছেন। কবিকে ধন্যবাদ।
এস.জেড বাবু
নাকি তোর একটু ভূলেই পোহাতে হয়
অজস্র সত্য মিথ্যা নালিশ।
অসাধারণ লিখা ভাইজান।
চমৎকার হইছে
সঞ্জয় মালাকার
অসাধারণ লিখা দাদা।
নাকি তোর একটু ভূলেই পোহাতে হয়
অজস্র সত্য মিথ্যা নালিশ।
অনলাইন দুনিয়ায় যখন সত্যের সাগরেও মিথ্যের পাহাড় তৈরি হয়, সেখানে অভিযোগ আর অভিমান করা যায় না!
সকল দুঃখ কষ্ট কে মনেই নতে হয়।
মোহাম্মদ দিদার
বুঝলাম, মেনেও নিলাম।
তাকে বলতে যাইনি।
তবে মনের কথা প্রকাশ করাতো জরুরি।
তাই এই একটাই মাধ্যম লিখে প্রকাশ করা।
এতে তার কাছে নতুন করে অবহেলার পাত্র হওয়া থেকে বাচাও গেলো।
মনের কথা প্রকাশের মাধমে,নিজের মনটাকে হালকা করা গেলে।
এই আরকি!!
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ।
রুমন আশরাফ
চমৎকার লেখা। তবে বানানে একটু সাবধান হতে হবে। ভুল বানান যেন ভুলেও “ভূল” না হয়। শুভ কামনা রইলো।
মোহাম্মদ দিদার
কৃতজ্ঞতা কবি
সাবিনা ইয়াসমিন
আবেগ! আবেগে পরলে মানুষ কত কি বলে। অন লাইনের প্রেম সবুজ বাতিতেই শুরু আর শেষ হয়। এত এত খাটা, খোঁটা মনে রাখার টাইম কজনের থাকে! তবুও তাকে নিয়ে লিখতে হলেও অন লাইনেই আসতে হয়। সে দেখুক আর না দেখুক,,, নিজেকেতো রিফ্রেশ করা যায় 🙂
কবিতা ভালো লেগেছে দিদার ভাই।
নিয়মিত আসুন।
শুভ কামনা 🌹🌹