
আজও প্রেম জাগে শুকনো পাতার মর্মরে
গন্তব্যহীন অভিলাসে, মনের সরোবরে
স্পর্শের অনুভুতি, আজও চিরন্তন উজ্জীবিত
যতটা না পাই, তার বেশি নিবেদিত
সময়ের বয়স বাড়েনি, বাড়েনি প্রেমে
স্মৃতি গুলো জমা আছে, পুরনো ফ্রেমে
এই আমিই সেই আমি, শুধু তুমি হীন
কোন টানে, কোন বাঁধনে, হয়ে আছি ঋণ
এ প্রেম চির অক্ষয়, যথারীতি লালনে
গহীন বুকে বাস, ব্যথাতুর মননে
বিরহের কাব্য আজ, সুর হয়ে বাজে
শুধুই দীর্ঘশ্বাস, গোধূলির সাঝে
আজ তাই রচে যাই, অভিমান ভুলে
যা ফুটে নাই, গুঁজি তাই , তোমার খোঁপার চুলে ।।
রচনা কাল ঃ ০৫/০১/২২
ঢাকা
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন প্রেমের ছ্যাকার কাব্যময় শব্দ বোনা। সতত ভালো থাকুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
হালিমা আক্তার
অভিমান ভুলে খোঁপায় ফুল। ভালোবাসার রোম্যান্টিকতা। ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
অভিমান কষ্ট বাড়ায় তার চেয়ে ভুলে যাওয়াই ভালো। শুভ কামনা অশেষ।।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু