সময় করে আমাকে একটি বৈশাখী চিঠি দিও প্রিয়। চিঠিতে আমায় কোন বিশেষনে সম্বোধন করতে হবেনা, শুধু জিজ্ঞেস করলেই হবে আমি কেমন আছি।
কিন্তু তুমি ভালো আছতো??
বেশি কিছু নয় শুধু জিজ্ঞেস করো আমাদের বাসার কাঁচামিঠা আমের গুটিগুলি কত বড় হয়েছে। তুমি কি এখনো কাঁচা আমে লংকা মাখিয়ে খেতে ভালবাসো??
শুধু অল্পকয়েক শব্দে জিজ্ঞেস করো বৈশাখের এই প্রখর রোদ্রে আমি টিনের চালার বাসায় থাকতে পারছিতো? তুমিতো জানই এখানে পল্লীবিদ্যুতের কি অবস্থা!! চব্বিশ ঘন্টায় মাত্র আধাঘণ্টা করে মোটে তিনঘণ্টাই থাকে! তুমিতো আবার এত গরম সহ্য করতে পারোনা।
আচ্ছা তোমার ঘরের এসিটা ঠান্ডা বাতাস দিচ্ছেতো?? তুমি যে একবার বলেছিলে তোমার এসিটা সমস্যা করছে!!
কালবৈশাখী ঝড়ে মেঘের গর্জন শুনে তুমি কিন্তু ভয়ে গুটিয়ে থাকতে কানে দু হাত দিয়ে। এখনো কি ভয় পাও? আমি কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছি। তুমিতো জানই এসব বৃষ্টি বাদলে আমার খুব ঘুম পায়। আরামের সুখনিদ্রা।
কিন্তু চিঠিতে আমায় জিজ্ঞেস করো এখনো বৃষ্টি এলে আমি জানালার পাশে বসে হাত বের করে দেই কিনা কেমন ?
আর বেশি কিছু তোমায় লিখতে হবেনাগো। আমিতো জানি তোমার সময় নেই এত কিছু লেখার। তবুও আমার খুব ইচ্ছে হয় অন্তঃত একটি চিঠি লিখবে আমায় এই বৈশাখে। শুধু চিঠির শেষে তোমার নামের জায়গায় লিখে দিও – অবহেলা
২০টি মন্তব্য
ইঞ্জা
মন্ত্রমুগ্ধ করলেন ভাই
তৌহিদ ইসলাম
শুভকামনা ভাই
ইঞ্জা
-{@
তৌহিদ ইসলাম
-{@
আলপনা করিম
মনটা কেমন যেন করে উঠলো। চোখের কোণে পানি জমলো খানিকটা।
তৌহিদ ইসলাম
আমার লিখাটি স্বার্থক হয়েছে তাহলে। শুভকামনা আপু
ইঞ্জা
(3
তৌহিদ ইসলাম
(3 (3
খসড়া
একটে পড়ে ফেললাম। বড় আবেগ জড়িয়ে আছে।
তৌহিদ ইসলাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
ওরে অবুঝ ভালবাসা, উপেক্ষিত হয়েও তার অবহেলার মাঝেও ভালবাসা খুঁজে বেড়ায়।
ভাল লেগেছে ছোট লেখা।
তৌহিদ ইসলাম
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম।
তৌহিদ
ভালোবাসার গভীরতা নিয়ে যারা মন্তব্য করেছিলেন তাদের অনেকেই আজ নেই। দুঃখ লাগে, কষ্ট পাই খানিক।
মৌনতা রিতু
মনের আর কি দোষ! তার তো চাওয়ার শেষ নেই।
আপনার শব্দের এ অনুভূতি নাড়া দিয়ে গেলো বেশ।
সুন্দর প্রকাশ।
তৌহিদ ইসলাম
ধন্যবাদ আপু, আপনার মুল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অল্প কথায় ভালবাসার এমন দরদী লেখা মুগ্ধ করল। -{@
তৌহিদ ইসলাম
ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত হলাম।
নীলাঞ্জনা নীলা
ভালোবাসা কতোটা গভীর হলে পরে এভাবে লেখা যায়!
ভালো লেগেছে।
তৌহিদ ইসলাম
সত্যিকার ভালোবাসার গভীরতা সবাই মাপতে জানেনা আপু। অবহেলা তারাই করে আসলে।
তৌহিদ
ভালোবাসার গভীরতা নিয়ে যারা মন্তব্য করেছিলেন তাদের অনেকেই আজ নেই। দুঃখ লাগে, কষ্ট পাই খানিক।