নির্জন মাঠে আমি একা দাঁড়িয়ে। আকাশ চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছে।
জলের কলকল ধ্বনি পিঠে মাথা রেখে সরু সরু হাওয়াতে আমাকে বইয়ে দিতে চাইছে–
ব্যথাগুলো ম দাদার হাতে রেখে এসেছি!
বেমালুম ভুলে গেছি দুঃখকে এখানে ব্যাগে করে আনতে–
ম দাদা দুপুরে ঘুমোয় —
আমার হৃৎপিণ্ড তাঁর শরীরের কোথায় একটা লুকিয়ে আছে
সে যখন হাসে ,
খালি গায়ে মৈথুনে কাতরায় তখনই আমি ফুল হয়ে ,খুশি হয়ে, সুখ হয়ে তাঁর গোপন অঙ্গে বসবাস করি।
আমি তাঁর একমাত্র পরজীবি প্রাণী
মিথোজীবীতায় মিত্রতা স্থাপন করি।
কান্নাগুলো পোস্টমর্টেম করে আমাকে খায়
ছুরি দিয়ে দুজনের রক্তে দুজনায় স্নান করে পরিতৃপ্ত থাকি……।
===================
অরুণিমা মন্ডল দাস
কোলকাতা, ভারত।
একটি মন্তব্য
জিসান শা ইকরাম
বরাবরের মতই ভাল লেগেছে আপনার কবিতা।