আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে পাওয়া না পাওয়ার অপুর্নতা আছেই… সেটা একজন ছোট শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত…
যখন একটা ছোট শিশু তার পছন্দমত খেলনা টা না পায় ঠিক তখন সে মনে মনে নিজেকে অপুর্ন ভাবে.. সে ছোট হলেও তার মধ্যে সেই অনুভুতি টুকু ঠিকি কোনো না কোনো ভাবে কাজ করে…
পর্যায়ক্রমে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যখন দিনের পর দিন আয় রোজগারের জন্যে এখানে সেখানে তার চাকুরী খুঁজে বেড়ায়, আর তাতে সে যদি ব্যর্থ হয়,
ঠিক তখনি তার অপুর্নতা গুলো তার মাঝে ঘুরপাক খেতে থাকে… প্রতি মুহুর্ত নিজের সাথে যুদ্ধ করতে হয় তখন!!
অতঃপর,, একজন বৃদ্ধ ব্যক্তি যখন তার জীবনের শেষে এসে তার পর্যাপ্ত সেবা, ভালোবাসা কিংবা যথার্থ মর্যাদা টুকু পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়,
তখন সে তার সারা জীবনের পাওয়া না পাওয়ার হিসেব নিয়ে বসে,, তখন তার পাওয়া গুলো ও যেনো না পাওয়া হয়ে যায়,, মনে মনে সে যে কতোটা অপুর্ন ভাবে তা কেবলমাত্র সে নিজেই বুঝতে পারে…….
আসলে আমরা কখনোই, কোনভাবেই পরিপূর্ন না…
এক ধরনের ” অপুর্নতা ” সবসময় ই থাকবে আমাদের ঘিরে…………….………!!!!!
তবুও, আমরা পথ চলবো..
আর জীবন এভাবেই চলতে চলতে একদিন থেমে যাবে!!!!!
১২টি মন্তব্য
অ এর গল্প
যানি না কেমন হয়েছে । জিবনের প্রথজ ব্লগে লিখলাম । ভুল হলে ক্ষমা করবেন 🙂
নওশিন মিশু
Welcome to Sonela …. -{@
অ এর গল্প
taan kuu :p
ছাইরাছ হেলাল
জীবন শুরুই হয় থেমে যাওয়ার জন্য, অতএব থামুক যেখানে থামার।
স্বাগত এখানে।
মামুন
আপনাকে স্বাগতম!
খুব সুন্দর লিখেছেন। ভালোলাগা রেখে সাথেই রইলাম। -{@ -{@
অ এর গল্প
thnaks vaia
শুন্য শুন্যালয়
আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের সোনেলায়, লেখাটি বেশ সুন্দর লিখেছেন। সত্যিই তাই, আমরা আমাদের পূর্ণতার হিসেব খুব কমই করি। অপূর্ণতার হিসেবেই খাতা ভর্তি। নিয়মিত লিখুন এখানে। ভালো থাকবেন।
অ এর গল্প
ধন্যবাদ
ব্লগ সঞ্চালক
আপনার ‘চিন্তার শেষ নাই’ লেখাটি খসড়ায় রেখে দেয়া হয়েছে। ৪ ডিসেম্বর ২০১৪, সময় ১:২৪ অপরাহ্ন পরে আর একটি পোষ্ট দিন, অথবা খসড়া থেকে লেখাটি প্রকাশ করতে পারেন।একটি লেখা প্রকাশের ২৪ ঘনটা অতিক্রান্ত হলে একজন ব্লগার নুতন আর একটি পোষ্ট দিতে পারেন সোনেলায়।সম্ভবত আপনি নীতিমালা পড়েননি।
শুভ কামনা।
ব্লগার সজীব
ভালো লিখেছেন। সহমত।
খেয়ালী মেয়ে
অপূর্ণতা নিয়েই জীবন একদিন থেমে যাবে-এটাই হয়তো জীবনের নিয়ম…….
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
অপুর্নতা থাকবেই
এটিই জীবন।
শুভ কামনা
শুভ ব্লগিং।