অনুরক্ত দহন

বন্যা লিপি ৯ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৯:২০:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

তারপরও অব্যক্ত সব অনুরক্তা পোড়া দহন থেকে থেকে দিয়েই যায় আফোটা কলির মৃত সংবাদ।

দুহিতার হাত ফস্কে ছুটে যায় উল্টো সময়ের সাদা আর কালো রঙের গোলকধাঁধা গল্প।

নাভিশ্বাস জীবনের রন্ধ্রে রন্ধ্রে হিসাব কেতাবের খেরো খসরা জবু হয়ে থাকে যুক্তিহীন হয়ে।

নাগপাশ ছেড়ে -ছুড়ে বুঁদ হয়ে পড়ে থাকে মিছে কুয়াসায় চোখের আলো ডুবিয়ে।

আসন্ন আঁধার রোজ আসে মিনতির মত;

কেন আসো আলোটুকু কেড়ে নিতে!!!

 

ছবিঃনিজ

৩৫৭জন ২৯১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ