অদ্ভুত শহর

মাছুম হাবিবী ১০ জুলাই ২০২০, শুক্রবার, ০৫:৫২:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

রাতে শহরে ওভার ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা লোকটির এক সময় সবকিছু ছিলো। পকেট ভরতি টাকা, সুন্দর জীবন আর এক ঝাক বন্ধুবান্ধব। সময়ের বর্বরতায় লোকটির আজ কিছুই নেই। এক সময় যে মানুষটি বন্ধুদের সাথে রাতভোর আড্ডা দিয়ে বাসায় ফিরতো, আজ সে শহরের ওভার ব্রীজে দাঁড়িয়ে একা একা গাড়ি গুনে! রাত হলে চাকচিক্যময় শহরে অদ্ভুত কিছু দৃশ্য ধরা পরে চোখে। কিছু মানুষ দামি গাড়ির হেডলাইট জ্বালিয়ে পরিবারের সাথে পিকনিক করতে যায়। আবার কিছু মানুষ হসপিটালে ভর্তি হওয়া অসুস্থ বাবাকে দেখতে বসে আছে জ্যামের ফাঁকে।

কিছু মানুষ তো কারণ ছাড়াই গাড়ি চড়ে ঘুরাঘুরিতে ব্যস্ত। আবার কিছু মানুষ অ্যাম্বুলেন্সে বসে সৃষ্টিকর্তার নিকট প্রাণ ভিক্ষা চায়। রাত্রি হলে ল্যামপোস্ট কিংবা ওভার ব্রীজে দাঁড়িয়ে তাকা লোকগুলো খুব অসহায় হয়ে পরে। কেউ কেউ চাকরী হারিয়ে নিঃশ্ব। কেউ আবার প্রিয় মানুষের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে দাঁড়িয়ে থাকে। রাত বাড়লে কষ্ট বাড়ে, স্মৃতিরা ক্ষত করে সুপ্ত মগজ! কেউ কেউ এসব থেকে বাঁচার প্রতীক্ষায় বেঁচে নেয় আত্মহত্যা নামক নরকীয় পথ। কেউ আবার জীবনের সাথে যুদ্ধ করে গভীর রাতে নিকোটিন টানতে টানতে বাড়ি ফিরে!

১১৩২জন ১০৬২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ