অদম্য ইচ্ছা

হৃদয়ের স্পন্দন ৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১২:৪০:২৮পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

কতটা ঘুমের ট্যাবলেট খেলে আর জাগবো না আর আমি
অথবা কতগুলো ইয়াবা খেলে টানা দশ দিন দশ রাত জেগে থাকা যাবে?
শুনেছি দশ দিন না ঘুমালে মানুষ মারা যায়
আমি হিসাব করে যাচ্ছি ঠিকই ,
ইয়াবা কিংবা মাইলামের পরিমাণ মেলাত পারিনি।

ভারীবর্ষণ যখন হয় তখন আকাশ পানে তাকাই
কামনা করি একটা ঠাডা পড়ুক আমার দেহে ,
আমি শক্ত হয়ে দাড়িয়ে থাকবোঁ
অঙ্গার হবে দেহ।
শুধু প্রাণ পাখি থাকবেনা আর।

ঝড়ো বাতাসে গ্রামের মেঠোপথে হাটি
যদি কোনো উড়ন্ত টিন আমায় দু ভাগ করে দেয়
কিংবা কোনো গাছ ভেঙ্গে পড়ে মাথায়
নাহ অদম্য একটা ইচ্ছাও পূর্ণ হলনা।
যেমন হলনা তোকে কাছে পাওয়া

৪৬১জন ৪৬১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ