অজানা

মনির হোসেন মমি ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০৯:৫২:১০অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৭ মন্তব্য

as3-620x330হয়তো আবারও আসবো
ধরণীর বুকে অজানা কায়া হয়ে
অজানা মন,
আগমন ঘটবে কি মানুষ রূপে!
হয়তো আসবো
ধরণীর বুকে
মান হুসের বিবেকের ঘরে।

ধরণীর
আটষট্টি হাজার মাকলুকাতে
মানবই শ্রেষ্ট যা মানবেরই কথ্য
কেউ কি অস্বীকার করতে পারি
এ দাবী অন্য জাতের নেই!
হয়তো আছে,
ধরণীতে আসবে ওরাও হয়তো মানব রূপে!
হয়তো আসব,
ধরণীর বুকে অজানা কায়া হয়ে।

ধরণীর বুকে দেখেছি আমি
সর্প-বেজির,
সীমাহীন হিংস্রতায় আজীবন শত্রুতার
সংঘর্ষের দৃশ্য!
আবার এও দেখেছি,
একত্রে আনন্দের মেলায় যেন ওরা,
পরম ভাই বন্ধু!
ধরণীতে,
হয়তো ওরাও আসবে
স্ব-জাতে কিংবা পর-জাতের কায়া হয়ে।

ধরণীর পথে ঘাটে
অসহায় মানব সাহায্যহীন,
দেখা না দেখার ভানে মানব
দ্রুত প্রস্থানে,
প্রভূ ভক্ত কুকুর স্থির তার কল্যানে!

ধরণীতে হয়তো আসবো
স্ব-জাত কিংবা পর জাতের কায়াতে,
প্রার্থনা প্রভূ,
ভূমিষ্ঠ হলে আদম রূপে
হতে পারি বিপরীত বিষাক্ত সর্প
জগৎ জীবের কল্যানে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“দুঃখিত ব্যাস্ততায় অনেকের পোষ্টে মন্তব্য করতে পারছি না তবে”চোখ বুলিয়ে যায় মন সোনেলায় পাতায় পাতায়” যত দ্রুত সম্ভব আবারো আগের মতো হবো।
ধন্যবাদ সবাইকে এবং স্বরণ করছি বীর ভাষা শহীদদের -{@ 

৫২৪জন ৫২৪জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ