হয়তো আবারও আসবো
ধরণীর বুকে অজানা কায়া হয়ে
অজানা মন,
আগমন ঘটবে কি মানুষ রূপে!
হয়তো আসবো
ধরণীর বুকে
মান হুসের বিবেকের ঘরে।
ধরণীর
আটষট্টি হাজার মাকলুকাতে
মানবই শ্রেষ্ট যা মানবেরই কথ্য
কেউ কি অস্বীকার করতে পারি
এ দাবী অন্য জাতের নেই!
হয়তো আছে,
ধরণীতে আসবে ওরাও হয়তো মানব রূপে!
হয়তো আসব,
ধরণীর বুকে অজানা কায়া হয়ে।
ধরণীর বুকে দেখেছি আমি
সর্প-বেজির,
সীমাহীন হিংস্রতায় আজীবন শত্রুতার
সংঘর্ষের দৃশ্য!
আবার এও দেখেছি,
একত্রে আনন্দের মেলায় যেন ওরা,
পরম ভাই বন্ধু!
ধরণীতে,
হয়তো ওরাও আসবে
স্ব-জাতে কিংবা পর-জাতের কায়া হয়ে।
ধরণীর পথে ঘাটে
অসহায় মানব সাহায্যহীন,
দেখা না দেখার ভানে মানব
দ্রুত প্রস্থানে,
প্রভূ ভক্ত কুকুর স্থির তার কল্যানে!
ধরণীতে হয়তো আসবো
স্ব-জাত কিংবা পর জাতের কায়াতে,
প্রার্থনা প্রভূ,
ভূমিষ্ঠ হলে আদম রূপে
হতে পারি বিপরীত বিষাক্ত সর্প
জগৎ জীবের কল্যানে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
“দুঃখিত ব্যাস্ততায় অনেকের পোষ্টে মন্তব্য করতে পারছি না তবে”চোখ বুলিয়ে যায় মন সোনেলায় পাতায় পাতায়” যত দ্রুত সম্ভব আবারো আগের মতো হবো।
ধন্যবাদ সবাইকে এবং স্বরণ করছি বীর ভাষা শহীদদের -{@
৭টি মন্তব্য
অরুনি মায়া
পৃথিবী বড় নিষ্ঠুর | সৃষ্টির সেরা জীব মানুষের মাঝে আজ কতগুলো প্রকৃত মানুষ পৃথিবীতে আছে বড্ড জানতে ইচ্ছে করে |
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত…মানুষ আছে অসংখ্য তবে ভাল বিবেকবান মানুষ কতগুলো তা বলা মুসকিল।ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন মনির ভাই
সোনেলায় আপনাকে মিস করি খুব।
শুভ কামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া আমিও মিস করছি সোনেলাকে মন টানে বার বার…..কাজের দায়ীত্ব বেড়ে যাওয়ায় সময় বের করা কঠিন হয়ে পড়ছে তবে আশা রাখি আবারো নিয়মিত হব। 🙂
অপার্থিব
ভাল লিখেছেন।
ব্লগার সজীব
ভাল লিখেছেন মনির ভাইয়া। আপনাকে মিস করি সোনেলায়।
শুন্য শুন্যালয়
কিভাবে ফিরে আসবো জানিনা, তবে মন বলে ফিরে আসবো।
যেভাবেই আসি, অমানুষ যেন কেউ না বলে। খুব ভালো লিখেছেন মনির ভাই।