
তুমি হলে একটা কবিতার বই।
যার প্রচ্ছদ গাঁদা ফুলের মতো হলুদ।
তোমার সূচীপত্র
পড়তে পড়তেই আমার কেটেছিলো গত জন্ম।
তারপর…
দীর্ঘ বিরতি,
রিফিউজি মন।
ঘূর্ণি বায়ুতে সাঁতরে পাড়ি দিলাম একটা জীবন,
গ্রহের গতিপথ বদলালো,
আমরাও বদলালাম।
কিন্তু,
গত জন্মের হলুদ ফুলের প্রচ্ছদে প্রস্ফুটিত
কবিতার বইটি এখনো মনে জেগে আছে।
এ জন্মে কবিতাগুলো পড়তে চাই,
তোমাকে পড়তে চাই।
৬টি মন্তব্য
বন্যা লিপি
বাদামী চামড়ার ডায়রীটা খোলা পরে থাকে মরা বৃক্ষের টেবিলে…. তৃষ্ণার্ত কাকের ঠোঁট শুকায় অগ্নিজলের খোঁজে। মাথার ওপরে টানানো একটা দূর্মুল্যের সাইনবোর্ড আছে। বড় সুবিধা ওতে।
খোলা বইয়ের পৃষ্ঠা সহজে টানে না ;
হলুদ গাঁদা কিংবা বৃষ্টি ভেজা কামিনী!
খুব কি সহজ পড়তে ফুটে ওঠা অথবা নিগুঢ় যন্ত্রণায় লুটিয়ে পড়ার কাহিনী!
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
সূচিপত্র পড়েই কবিতা হৃদয় গেঁথে আছে। কবিতা গুলো আর পড়া হয়ে উঠেনি। পড়লেই সব জানা হয়ে গেল। থাক না কিছু অজানা। অতৃপ্তির আঁধারে। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
সুন্দর ভাবনাময় কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।