
সৌন্দর্যকে চিরকাল আত্মসাৎ ও নিজের প্রয়োজনে ব্যবহার করবার জন্য মানুষের মনে একটা দূর্বার বাসনা সবসময়ই জাগ্রত থাকে। এই সৌন্দর্যের প্রতি দুর্দমনীয় আকর্ষণ, এই অন্ধ আসক্তিমূলক প্রেম প্রত্যাখ্যান হলে সে প্রেম প্রার্থীকে সবলে করায়ত্ত করতে চায়। প্রেম বিকৃত হয়ে পরিণত হয় ক্রুর প্রতিহিংসায় এবং তা জীবনের এক পীড়াদায়ক অভিসম্পাতরূপে বর্তমান থাকে।
রাহু যেমন চন্দ্র সূর্যকে ধীরে ধীরে গ্রাস করে, এই আত্মকেন্দ্রাভিমুখী ভোগপ্রবৃত্তিও প্রেমাষ্পদকে সবলে আকর্ষণ করে তাকে একেবারে গ্রাস করতে চায়। প্রবল ভোগ-তৃষ্ণা প্রেমকে আচ্ছন্ন করে তার নিজস্ব সত্তাকে নিপীড়ন করে অতি নিষ্ঠুর গর্বের জয়ধ্বজা উড়িয়ে দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চায়। আমার কাছে তা প্রেম নয়, এ মানসিক বিকলাঙ্গতা।
যে প্রেম-কুসুম স্বর্গের সৌন্দর্য নিয়ে বিকশিত হচ্ছে তাকে দেহের আধারে সীমাবদ্ধ করা যায় না, সেতো নন্দনের ফুল। ধরার ধূলিতেও সে ফুটতে পারে না, সে ক্ষমতা ইশ্বর দেননি। অন্তরের এই পবিত্র ধন কি দেহের কামনা কেড়ে নিতে পারে?
এই স্বপ্নরাজ্যে, ভোগের আবেষ্টনীর মধ্যে মোহাবিষ্ট অবস্থায় যুগল-প্রেমের উৎসব সেতো মরীচিকা মাত্র। এ প্রেমের স্বার্থকতার জন্য প্রেমকে একটি বৃহত্তর ক্ষেত্রে বাস্তব অবস্থার মধ্যেই আমাদের যাচাই করা প্রয়োজন।
কেবল দেহের ক্ষুধা মিটানোর জন্য, শুধু ক্ষণিকের ভোগ-তৃপ্তির জন্য মানব জীবন সৃষ্টি হয়নি। মানব-হৃদয়ের প্রেম তো ক্ষণিকের মোহ নয়। প্রেম ঈশ্বরের আশীর্বাদ, দেহ স্বর্গের অপার্থিব সৌন্দর্য আলোকে চির-ভাস্বর।
ভরা যৌবনে যখন বিশ্ব রঙীন ও সুন্দর দেখায় এবং হৃদয়াবেগ উদ্দাম হয়ে ওঠে, তখন সৌন্দর্য ভোগের প্রবল আকাঙ্ক্ষা মনে জাগ্রত হয়। নারী তখন পুরুষের চোখে অপরূপ সুন্দর হয়ে উঠে। নারীর মধ্যেই সে তার আকাঙ্খিত সৌন্দর্যের সন্ধান পায় এবং তাকে কেন্দ্র করে হৃদয়ে অনুরাগ ও প্রেমের আবির্ভাব হয়।
কেবল মৃত্যু এসে এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ফাঁক করে দেয় তখন মনের মধ্যে ধাঁধা লেগে যায়! প্রেম অবিনশ্বর, দেহের প্রয়াণ ঘটে আত্মারতো নয়!
“বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান”- এ ছড়াটি যখন গানের কথায় কানে বেজেছিলো তা ছেলেবেলায় আমার নিকট মোহমন্ত্রের মতো ছিল এবং সেই মোহ এখনো ভুলতে পারিনি। এ যেনো এখনো আমার সেই বাল্যকালের মেঘদুত।
[ছবি- সংগৃহীত]
১৭টি মন্তব্য
পপি তালুকদার
প্রেম কে সীমাবদ্ধ করা যায়না। মনের সৌন্দর্যের মাধ্যমে যে প্রেম প্রতিষ্ঠিত হয় তার অবস্থান চির স্থায়ী।দেহের মধ্যে যে প্রেম আটকে যায় তার নাম ললসা তা ক্ষনিকের মধ্যে হারিয়ে যায়।শ্বাশত সত্য যা তা অবিনশ্বর।
লেখাটি ভালো লাগলো।
তৌহিদ
একদমই তাই, প্রেম পবিত্র একে কামনার মোহে কলঙ্কিত করা উচিত নয়।
ধন্যবাদ আপু।
ইঞ্জা
কেবল দেহের ক্ষুধা মিটানোর জন্য, শুধু ক্ষণিকের ভোগ-তৃপ্তির জন্য মানব জীবন সৃষ্টি হয়নি। মানব-হৃদয়ের প্রেম তো ক্ষণিকের মোহ নয়। প্রেম ঈশ্বরের আশীর্বাদ, দেহ স্বর্গের অপার্থিব সৌন্দর্য আলোকে চির-ভাস্বর।
অসাধারণ অনুভূতির নান্দনিক প্রকাশ, অনন্য অসাধারণ পরিবেশনা ভাই, সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছিলাম।
তৌহিদ
ধন্যবাদ দাদা, মন্তব্যে প্রীত হলাম।
ইঞ্জা
ভালোবাসা অফুরান 💕
রেজওয়ানা কবির
দেহপ্রেম বলে কিছু নাই,সেটা সাময়িক আবার অল্পতেই তা হারিয়ে যায়,আর মনের প্রেম চিরস্থায়ীভাবেই মানুষের অন্তরে থেকেই যায় সে যত দুরেই থাকুক না কেন?প্রেম অনুভূতিটাই আসলে অন্যরকম।শব্দচয়ন আর বাক্যের ছোয়ায় লেখা ফাটাফাটি ভাইয়া,শুভকামনা।
তৌহিদ
প্রেম চিরস্থায়ী হয় তখনই যখন তা সুন্দর হয়ে ধরা দেয় মানব মনে। সুন্দর বললেন আপু। পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
প্রেমকে যারা দৈহিক চাহিদার মাপকাঠিতে ফেলে তারা আসলে প্রেম বুঝে না। প্রেমের আসল সৌন্দর্য, রস আস্বাদন করতে পারে না তারা।পবিত্র ভালোবাসার যে অনুভূতি, স্থায়ীত্ব তার মূল্য শুধু বিশুদ্ধ মনের প্রেমিকরাই বুঝতে পারে। আপনার চমৎকার শব্দবুননে, উপস্থাপনায় লেখাটি অন্যরকম রূপ পেল।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি ভাইয়া
তৌহিদ
পবিত্র প্রেমকে তারাই কলুষিত করে যারা প্রেমকে কামনারুপে চায়। সেটা মোটেও প্রেম নয়।
মন্তব্যে অনেক ভালোলাগা আপু। শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
কি অসাধারণ! শব্দের বাহার সাজিয়েছেন যেন একেবারে। প্রেম পবিত্র বলেই তো তার জায়গা মনে। মনের প্রেম দীর্ঘস্থায়ী এবং অমর।
শুভ কামনা রইল ভাইয়া।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ। লেখকের এমন মন্তব্যে উৎসাহ পাই।
শুভকামনা আপু।
খাদিজাতুল কুবরা
প্রেমের স্বরুপ নিয়ে অসাধারণ শব্দের পসরা সাজিয়েছেন। প্রতিটি লাইন সুন্দর এবং যথোপযুক্ত।
প্রেমই একমাত্র সেতুবন্ধন যা সম্পর্কগুলোকে সুন্দর রাখে। ভোগবাদী মানসিকতার সাথে প্রেমের কোন যোগ নেই।
জগতে যতো মহামানব আছেন তাদের কৃতিগুলো প্রেমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
পড়ে ভালো লেগেছে।
তৌহিদ
প্রেম সর্বদাই সত্য ও সুন্দর। নিজের হীন চাওয়াকে পূরণ করতে যারা প্রেমকে কলুষিত করে তারা প্রেমিক হতে পারেনা।
মন্তব্যে প্রীত হলাম আপু। শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
প্রেমের সংজ্ঞা, বৈশিষ্ট্য বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম। প্রেম শুধু মানুষে মানুষে হয়না, প্রেমের সম্পর্ক গড়ে উঠে অন্তরাত্মা থেকে। আত্মা অদৃশ্য, কিন্তু অস্তিত্বময়। সত্যিকার প্রেমের নির্দিষ্টরুপ থাকে না অথচ এটা ধারণ করে বেঁচে থাকাকে সার্থক করে তোলা যায়। আমার কাছে প্রেম একটি ঐশ্বরিক আশির্বাদ। সবাই পায় না, যে পায় সেই প্রকৃত ঐশ্বর্যবান।
অনেক সুন্দর আর ভিন্নরকম একটা লেখা দিলেন। ভালো লাগলো পড়ে, নিজের মতামত জানাতে পেরে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
সুন্দর মন্তব্যে আপনার জুড়ি নেই। ভালো থাকুন আপু।
শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
সত্যম, শিবঃ, সুন্দরম।
আজ এতোটুকুই।
শুভ কামনা ভাই।
তৌহিদ
শুভকামনা আপনার জন্যেও আপু।