স্বপ্নের রাজকন্যা

নীল প্রান্তর ৭ সেপ্টেম্বর ২০১৩, শনিবার, ০৫:২৫:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ১২ মন্তব্য

মনের গ্রহীনে
হৃদয়ের অরণ্যে
রেখেছি তোমায়
অতি যতনে ।
এ মনের কথা
একটুও কি
বুঝলে না তুমি??
তুমি আমার
নাই বা হলে
তাই বলে কি
আমি তোমায়
ভালবাসতেও পারব না ।
আমি তো বলিনি
আমাকে ভালবাসতেই
হবে তোমার,
আমার সাথে
জনম জনম
থাকতে হবে তোমার ।
আমি শুধু চেয়ে ছিলাম
একটু ভালবাসা তোমার কাছে ।
যা তুমি দিলে না আমায় ।
বিধাতা হয়ত
ভালবাসা আমার ভাগ্যে দেয়নি ।
বিধির লিখনতো
আর খণ্ডাতে পারি না ।
তবুও এ মন চায়
শুধু তোমায়
ভালবেসে যেতে
তোমায় নিয়ে
স্বপ্ন দেখতে ।
তোমাকে নিয়ে
আমার জীবন সাজাতে ।
জানি আমি
কোনও দিনই তা পারব না।
কিন্তু আমার
কল্পনার রাজকন্যা
হতে তো কেউ
তোমাকে বাধা
দিতে পারবে না ।
আমার স্বপ্নের রাজ্যের
রাজকন্যা হবে তুমি ।
যেখানে তুমি আর আমি
ছাড়া অন্য কেউ
থাকবে না ।

আমার স্বপ্নের রাজকন্যা হবে তুমি ????
আমার স্বপ্নে আসবে কি তুমি ????
নাকি আমি সারা জীবন সপ্নহীন থেকেই যাব????

২১৪৪জন ২১৪৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ