মনের গ্রহীনে
হৃদয়ের অরণ্যে
রেখেছি তোমায়
অতি যতনে ।
এ মনের কথা
একটুও কি
বুঝলে না তুমি??
তুমি আমার
নাই বা হলে
তাই বলে কি
আমি তোমায়
ভালবাসতেও পারব না ।
আমি তো বলিনি
আমাকে ভালবাসতেই
হবে তোমার,
আমার সাথে
জনম জনম
থাকতে হবে তোমার ।
আমি শুধু চেয়ে ছিলাম
একটু ভালবাসা তোমার কাছে ।
যা তুমি দিলে না আমায় ।
বিধাতা হয়ত
ভালবাসা আমার ভাগ্যে দেয়নি ।
বিধির লিখনতো
আর খণ্ডাতে পারি না ।
তবুও এ মন চায়
শুধু তোমায়
ভালবেসে যেতে
তোমায় নিয়ে
স্বপ্ন দেখতে ।
তোমাকে নিয়ে
আমার জীবন সাজাতে ।
জানি আমি
কোনও দিনই তা পারব না।
কিন্তু আমার
কল্পনার রাজকন্যা
হতে তো কেউ
তোমাকে বাধা
দিতে পারবে না ।
আমার স্বপ্নের রাজ্যের
রাজকন্যা হবে তুমি ।
যেখানে তুমি আর আমি
ছাড়া অন্য কেউ
থাকবে না ।
আমার স্বপ্নের রাজকন্যা হবে তুমি ????
আমার স্বপ্নে আসবে কি তুমি ????
নাকি আমি সারা জীবন সপ্নহীন থেকেই যাব????
১২টি মন্তব্য
খসড়া
স্বপ্নের রাজকন্যা। :v
নীল প্রান্তর
জী স্বপ্নের রাজকন্যা । 🙂
জিসান শা ইকরাম
স্বপ্ন পুরন হোক ।
নীল প্রান্তর
দোয়া করবেন ভাইয়া ।
লীলাবতী
রাজকন্যা তো আসবেই একজন । আসুক 🙂
নীল প্রান্তর
সেই দিনটির অপেক্ষায় আছি । 🙂
অন্তরা মিতু
সাধু সাধু……..
হে রাজকন্যা জলদি আসো…………. 🙂
নীল প্রান্তর
ধন্যবাদ ।
অচিন দেশের রাজকন্যা আসবে বলে মনে হয় না ।
তবে আপনার বলা কথাটাই যেন ব্যাস্তবে হয় ।
নিশিথের নিশাচর
মামু চালিয়ে যাও , খুব ভালো লাগলো +++++++++++
নীল প্রান্তর
ধন্যবাদ মামু আমাকে উৎসাহিত করার জন্য । -{@
আর বরাবরই যেন কিছু না কিছু লিখতে পাই ।
ব্লগার সজীব
সহজ ভাবে লেখা কবিতা ভালো লেগেছে । লাই্নের বিন্যাসগুলো কি এমন ?
নীল প্রান্তর
ধন্যবাদ ।
লাইন বিন্যাস নিয়ে আপনি আসলে কি বঝাতে চেয়েছেন আমি তা বুঝতে পারি নি ।
যদি একটু আমাকে বলতেন তাহলে ভাল হত । -{@