
” স্পর্শ ”
অনুরাগ আর অভিমানের হিসেব চলে বেলা অবেলায়,
আবেগী গোলাপ থাকে অপেক্ষায় ,
স্পর্শ পাওয়ার অদম্য বাসনায়,
প্রেমের মাদকতা কে বেশী ছড়ায়?
রজনীগন্ধা নাকি হাসনাহেনা ?
অস্ফুট অভিমানে চেয়ে থাকা নিস্ফল হতাশা নিয়ে।
আত্মিক অনুভবে সুবাস ছড়ায় স্পর্শতায়,
অগনিত কল্পনা উপমিত হয় স্নিগ্ধতায়।
বাঁধাহীন এগিয়ে চলে অভিসারে ভাসতে চায়,
অকৃতিম স্নিগ্ধ আলোর বন্যায়।
ভেজা ঠোঁটের নিঃশর্ত বেপরোয়া আবেদনে,
নাই বা থাকুক শব্দের আবরণহীন প্রয়োগ,
অন্তরের আবেগ ধরে রাখুক কাব্যিক আয়োজনে,
ঢেকে রাখে সম্ভ্রমের পবিত্র অবগুণ্ঠনে।।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোয়া কবি দিদি ভাল থাকবেন সব সময়
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সঠিক বলেছেন।
আপনি ও ভাল থাকুন,সুস্থ থাকুন সব সময় । অফুরান শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
রাগে-অনুরাগে তৃষনার্থ ঠোট অপেক্ষায়
চাতকের বেশে একচাহনীতে চেয়ে রয়
ভেজা আকর্ষিত ঠোট পাবার আশায়।
সুন্দর মনরঞ্জন একটি কাব্য উপহার দিলেন আপনি।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সময় করে পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সঠিক বলেছেন, নিজেকে সুস্থতার খাতায় নাম লেখাতে পুরোপুরি পারছিনা ভাইয়া।অনেক সময় পড়া হলেও কনেন্ট করা হয়ে ওঠেনা।চেষ্টা থাকবে। অফুরান শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
রজনীগন্ধা বা হাসনাহেনা দুটোর সুবাস কেড়ে নেয় মন। আর গোলাপ 🌹 রূপের মাধুরী দিয়ে ডাকে আমায়। তবু তৃষ্ণার্ত হৃদয় লুকিয়ে অভিমানে দুরে রয়। চমৎকার কাব্য। শুভ কামনা রইলো।
উর্বশী
হালিমা আক্তার আপা,
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
ব্লগে উপস্থিতি কম থাকায় লেখায় অন্যের উপস্থিতি ও কমে যায়।পরিবেশ আমার সাথে থাকেনা সব সময়।
সোনেলার ভালোবাসায় আবার ফিরে আসি।ভাল থাকুন,ভালোবাসা অবিরাম
মোঃ মজিবর রহমান
আশা করি সবাই আসব ও সবার লিখা পড়ে কমেন্ট করব, ইনশা আল্লাহ।
সাবিনা ইয়াসমিন
দৃষ্টিতে ধরা দেয় না, সেটও অনুভবে আসে স্পর্শে।
তাই..স্পর্শ জরুরী।
শুভ কামনা রইলো 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার মন্তব্যের জন্য অফুরান ভালোবাসা রইলো। ভাল থাকুন শুভ কামনা সব সময় ।
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ । শুভ কামনা।
উর্বশী
নার্গিস রশিদ আপা,
বিনম্র শ্রদ্ধা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন সুস্থ থাকুন শুভ কামনা সব সময়। ভালোবাসা অবিরাম।