স্ট্রাগল

এজহারুল এইচ শেখ ২৬ মে ২০১৩, রবিবার, ১২:২৪:২৭পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

মস্তিস্কে নিদারুন ইকো-সিস্টেমের হরমোন ক্ষরণ,এর
পর…
হয় তো বা রাস্তায় যে সাত কন্যার
মা ,যিনি রোদে বসে তেলে- মরা মাছ কুটে বিক্রি করেন,বলবে না এটা অবসাদ!

কারন ওরা জানে পৃথিবীতে তিন ভাগ জলের আগ্রাসন, বাকি ডাস্টবিনে পলিথিনে মোড়কে পড়ে থাকে এক ভাগ স্থল!

ত্বরনে চলা পতনশীল বস্তুর নিয়ম,কাল যদি বিদ্যুতের
তার
তাপে গলে ছিড়ে যায়,ঘটে লোডশেডিং!
বগিতে পড়ে থাকা লাশটার দিকে ফিরেও চাই না,চলে
যায় যাত্রী!
দূরগামী বাসের ড্রাইভার জানালায় পলক মারলেই
হয় আক্সিডেন্ট,মৃত্যু…

জয়ী হলে বিকলাঙ্গ ,না হয়
স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকে ভাঙা থালার ভিক্ষুক!

বিয়ের পর,নাট এসে এক গাড়ি হৃদয় ঢেলে
বলে,
আপনি কেমন বদলে যাচ্ছেন…

@ বাড়ি,
তারিখ-২৫/০৫/১৩
সময়-৯ঃ৪৪ রাত

৫৭৪জন ৫৭৪জন
0 Shares

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ