
আমার অভিমানী কবি!
সেন্ড করা কবিতাটি ছাড়া ও আরেকটি কবিতা লিখেছি।
দেবার সাহস হয়নি,
ডায়েরির পাতা ছিঁড়ে রেখেছি ঠিকই।
সেখানে তোমার চোখে চোখ রেখে খসে পড়ে আমার লজ্জাবনত নাক ফুলটি!
খসে পড়ে মন বলাকার একেকটি পালক!
মিলনের তীব্র আকাঙ্খা লিখে রাখে আত্মজৈবনিক!
মৌখিক অস্বীকৃতি মানতে নারাজ বল্গাহরিণ মন।
তোমার সীমান্ত অতিক্রম করে আমি আশ্রয় খুঁজি অনন্তের বুকে।
শুধু তোমাকে মুক্তি দেব বলে,
আমি নিজেকে নিলামে তুলি নকল দলিলে।
বিশ্বাস করো তোমাকে ভালোবাসার ধৃষ্টতায় ভুগি,
তুমি পূজনীয়, অবিস্মরণীয়, মন্দিরে তোমার অধিষ্ঠা হতে পারে।
আমার লগ্নভ্রষ্টা হৃদয়,
তোমার খানিক জিরোনার ছায় হতে চায়!
শুধু রক্তজবার মতো; ফুটতে পারেনা ঠোঁটের কলি!
নিহত গোলাপের মিয়ানো পাপড়ি আমার ছলছল চোখে!
অভাগীর প্রেম সুখ তোমার শোভাযাত্রা দেখে।
আর কোনো উত্তাল প্রণয়লীলা খুঁজিনা,
তোমাকেই ভালোবাসি,
ভালোবাসি,
ভালোবাসি!
কবিতার মানসপটে যার ছবি,
সে আমার হৃদয়েশ্বর অভিমানী কবি!
৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালোবাসি ভালোবাসি যার পটছবি হৃদে
তাকে স্বরি আজীবন অন্তর হদে,
ভালবাসি আপনালয়ে
আপনমন জগত তারেই লয়ে।
খুব ভালো লাগলো শুভেচ্ছা সতত কবি।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ কবি আপু
রোকসানা খন্দকার রুকু
ওরে মোর আল্লাহ! এতো প্রেম কবির লেখায়। একেবারে টুপটুপ করে ঝরে পড়ছে। হাত পেতে দেয়ার লোকের বড়ই প্রয়োজন।
কলম চলুক কবি প্রেমে প্রেমে। শুভ কামনা অশেষ!!!
সাবিনা ইয়াসমিন
কে বলে শুধু ভালোবাসা পেলেই সুখ মেলে! এমন করে ভালোবাসতে পারলেও নিশ্চিত সুখী হওয়া যায়। কাউকে মন থেকে ভালোবাসার মাঝেও যে আত্মসুখ আছে।