- সুখের ঘরের সুখ জানালা
- গেছে বন্ধ হয়ে,
- প্রিয়া তুমি মনে কোণে
- যাবে শুধু রয়ে।
- কেমন করে সুখ উল্লাসে
- ঘুরবো তোমায় নিয়ে,
- সেই কথাটা ভেবে ভেবে
- কাঁদে আমার হিয়ে।
- সুখের কথা ভেবে মনে
- লাগে শুধু কষ্ট,
- দিবানিশি সতত প্রিয়া
- আশা গুলো নষ্ট।
- ঘাত প্রতিঘাত জীবন পথে
- আসছে যে খুব তেড়ে,
- তোমায় নিয়ে যাবে প্রিয়া
- দুঃখের বাড়ি ছেড়ে।
- এমন করে যায় না তো দিন
- নানা ব্যথা মনে,
- সুখের দেশে কেমনে যাবো
- ভাবি ক্ষণে ক্ষণে।
- রচনাকালঃ
- ০৪/০৮/২০২১
- ৪+৪/৪+২
৩৯১জন
৩৪৯জন
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় প্রকাশ
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
সুস্থ থাকুন সদা।।।
প্রদীপ চক্রবর্তী
বেশ লিখেছেন, দাদা।
এ যেন ছন্দময় কবিতার প্রসন্নতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।