তোমার বিলেতি পোশাকের অর্ধনগ্ন শরীর,
ডাইনি চোখের চাহুনিতে,
আমার নীলআকাশে মেঘের আনাগোনা
আর তেমন দেখা মেলে না!
পশ্চিমীবায়ুর পশ্চিমীঝঞ্ঝায়,
সকাল-বিকেল হড়কা বানের ভয়,
সারা শরীর বেয়ে নামে শীতের কুয়াশায়!
রাত গভীরে ঘুমের চাঁদরে
অকালে ঝরে পড়া শিঊলির জন্য,
সিন্ধুনদের দুঃখগুলো বিন্দু বিন্দু জমে,
ভোরের আলোয় আমার কচিঘাসের
চোখের কচিপাতায়!
আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
সন্ধ্যের আলোয় চোখ মুছি!
@ বাড়ি,
তারিখ-১০/১১/১২
সময়- ২ঃ১৫ রাত
৫টি মন্তব্য
শিশির কনা
আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
সন্ধ্যের আলোয় চোখ মুছি!…………….. অসাধারন । আপনার কবিতা গুলো অনেক ভালো লাগে পড়তে।
প্রজন্ম ৭১
কবিতায় ভালো লাগা জাঞ্চছি।
জিসান শা ইকরাম
আপনার কবিতায় সব সময়ই ভিন্নতার স্বাদ পাই ।
ভালো লেগেছে খুব।
শুভকামনা ।
যাযাবর
ভালো কবিতা ।
সুরাইয়া পারভীন
আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন – গান শুনি,
আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
সন্ধ্যের আলোয় চোখ মুছি!
অনবদ্য সৃষ্টি।