ভগ্ন মনে চেয়ে থাকি

মোঃ মজিবর রহমান ৯ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৪:৪৬:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

তুমি দূর অনেক দূর
তবুও তোমার ঘ্রানে মন ভরপুর
তুমি ছিলে, তুমি আছ, অপর ঘর
জানিনি তা কত দূরে, ছোয়া অন্তপুর।

কতরাত, কতদিন দুপুর ছিলে জাগরণে
স্বপনে শয়নে বাহুডোরে বিছানাতে আদরে
কত স্বপ্ন ফুলঝুরি তোমাতে আমাতে মেতে
কতশত স্বপ্ন বুননে ছিলে সিদ্ধহস্ত একইমতে।

কতরাত রিকশায় কাটিয়েছি
ঐচান্দের আলোয় দেখেছি
আবছাকালো রাতে পাশে থেকেছো
আজ আকাশ পাতাল দূরে।

তন্দ্রাছন্ন গা ঘেষে দুটি দেহ
গড়ায়েছে কতরাত্রী দেখ
সব আজ ফিকে সব মিছে
ফুরায়েছে কি নাসিকার গন্ধ।

মনোলোভা, ভাব আজ, সব ছেড়ে তুমি
ছোয়া আদরহীন মুক্তবাহু বিহঙ্গ আকাশে।
চোখে ধোয়াশা, তুমি আজ আমার কুয়াশা
ভাব জমায় নিঃসঙ্গ সঙ্গটাকে অন্তরীক্ষে।

মনলোভা তুমি কি পিপাসার্ত?
ছিলো কি অভাব?
জানিনি তা
ছোয়া ছিলো সর্বদা।

আবার আসিব ফিরে গন্ধময় শরীরে।

৫২৯জন ৩৮৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ