- সমাজ ও বাবু!
- ভদ্র বেশি বাবু দেখি
দেখিনি বাবুর মতো,
সভ্যতার শেকল পায়ে
অসভ্য আচরণ যতো !
বাবু তো ওই কথায় সাজায়
হাসি মুখি বেশ,
আঁধারে দেয় বিছানা বন্ধী
ভদ্রতার হয় কি শেষ !
মিষ্টি কথায় হাসায় আরো
ভাবে দেখায় সমাজ,
সমাজ নীতির খেলার ছলে
আঁধারে নেয় আমার নিশ্বাস !
ভদ্র বেশি বাবু দেখি,
দেখিনি বাবুর মতো,
কথায় পেচায়,মতলবে কয় কাছে আয়,
পতিতার দুয়ারে না আসিলে,
বাবুর কি ভদ্রতারর শোভা পায়?
১জন
১জন
২১টি মন্তব্য
ইঞ্জা
বাহ দুর্দান্ত লিখেছেন দাদা। 👌
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
ভালো থাকুন শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা দাদা
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
দারুণ লেখনী দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা
ভালো থাকুন সব সময়।
তৌহিদ
ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে সব অভদ্রগুলি। চক্ষুলজ্জা নাই। ঘুরেবেড়ায় বুক ফুলিয়ে।
মিছে দাম্ভিকতা আর কত?
সঞ্জয় মালাকার
হুম একদম সত্য বলছেন দাদা।
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
শেষের দুই লাইন দিয়ে সমাজকে দেখিয়েছেন আপনার বাবুগিরি।।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
আপু এমন বাবুগিরি দেখাবার সুযোগ্যতা আমার কাছে নেই!
যাদের আছে এমন বাবুগিরি অবশ্য আমি তাদের কথাই বলছি।
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
পোশাকে,বেশভুষায় নিজেকে কখনো আড়াল করা যায়না। চরিত্রে যার সৌন্দর্য নেই তাকে বাবুগিরিতে শোভা পায়না। যদিও বাবু গিরি শব্দটা এখন গালির মতো ব্যবহৃত হয়।
ভালো লিখেছেন দাদা। শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ঠিকই বলছে আপু, পোশাকে,বেশভুষায় নিজেকে কখনো আড়াল করা যায়না।
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা রইলো ।
শাহরিন
মানুষের স্বভাব লুকাতে পারে না, আমরা বোকা তাই মিষ্টি কথায় পটে যেয়ে অসাধু কেও সাধু ভেবে নিজেকে ইচ্ছে করে বোকা বানাই।
অনেক সুন্দর লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছে আপ,কিন্তু অন্যের স্বভাবের জন্য নিজেকে দোষ দেয়া ঠিক না।
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা রইলো।
শাহরিন
আপনাকেও ধন্যবাদ।
নিতাই বাবু
সাধু বেশী অনেক বাবু দেখেছি আমি! বাবুর মতো বাবু আজও দেখিনি! তবে নিজেকেও অনেকে বাবু বলে ডাকে। তাতে আমি মোটেও খুশি নই!
সঞ্জয় মালাকার
কেনো দাদা,
আপনি তো ঐ সব বাবুদের মতো না।
যারা ওই বাবুবেশি সাধু সাজে আমি তাদের কথাই বলছি।
ধন্যবাদ দাদ।
জিসান শা ইকরাম
ভাল লিখেছেন ভাই।
ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে অনেক অভদ্র মানুষ।
সঞ্জয় মালাকার
আপনার ভালো লাগেছে তাতেই আমি ধন্য
ধন্যবাদ ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা রইলো।
মাহবুবুল আলম
মুখোশে ঢাকা ভদ্রবেশিদের ভাল মুখোশ উন্মোচণ হলো।
শুভেচ্ছা অবিরাম!
সঞ্জয় মালাকার
ধন্য যোগ্য হলাম ভাইয়া,
অসংখ্য ধন্যবাদ ও ভালো লাগা রইলো।