সমাজ ও বাবু!

সঞ্জয় মালাকার ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ০১:২২:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
  • সমাজ ও বাবু!    
  • ভদ্র বেশি বাবু দেখি
    দেখিনি বাবুর মতো,
    সভ্যতার শেকল পায়ে
    অসভ্য আচরণ যতো !
    বাবু তো ওই কথায় সাজায়
    হাসি মুখি বেশ,
    আঁধারে দেয় বিছানা বন্ধী
    ভদ্রতার হয় কি শেষ !
    মিষ্টি কথায় হাসায় আরো
    ভাবে দেখায় সমাজ,
    সমাজ নীতির খেলার ছলে
    আঁধারে নেয় আমার নিশ্বাস !
    ভদ্র বেশি বাবু দেখি,
    দেখিনি বাবুর মতো,
    কথায় পেচায়,মতলবে কয় কাছে আয়,
    পতিতার দুয়ারে না আসিলে,
    বাবুর কি ভদ্রতারর শোভা পায়?
১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ