- মিথ্যা ছাড়ো সত্য ধরো
নইলে মিথ্যায় পুড়ে মরো
আখের হবে ভার,
সত্যের পথটি ধরে রাখো
জনম জনম সুখে থাকো
তবেই হবে পার।
- সত্যের পথে শান্তি মিলে
মিথ্যার পথে ভয়’যে দিলে
মনটা কাঁপে আজ,
ধরার বুকে সত্য হলো
মিথ্যার চেয়ে ভীষণ ভালো
নেই বলতে আর লাজ।
- ধরার যত সাধু লোকে
সত্যের পথে তারা থাকে
করে না তো ভুল,
ধরার বুকে পাপী যারা
ভীষণ মিথ্যা বলেন তারা
নয়তো সাদা ফুল।
- সত্যের পথে চলে ভাই সব
মিথ্যা নিয়ে নেই কলরব
চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
৪+৪/৪+৪/৪+১
৫৮৩জন
৪৮৬জন
৪টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
নীতিমালা ২০) ফেসবুকে নিজের ওয়াল ব্যাতিত অন্য কোন ব্লগ বা ভিন্ন প্লাটফর্মে প্রকাশিত লেখা সোনেলা ব্লগে পোস্ট করা নিষেধ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ও…
নতুন লেখা ছড়বো।
ধন্যবাদ প্রিয়।।।
অনন্য অর্ণব
চমৎকার লিখেছেন। শুভকামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।।