সকাল

প্রিন্স মাহমুদ ২২ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ১১:০৭:১০অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

চেয়ে দেখো এসেছে সকাল
দেখো .. দরজার ওপাশে
চোখ মেলে দেখো ডাকছে
পাখি .. জানালারও কাছে

আড়মোড়া ভেঙ্গে তুমি আনমনে দাঁড়াও
সকালটাকে নিজের চোখে তুলে নাও
আমি দেখবো অলস সজীবতায় মেয়ে
সকালটাকে তোমার চোখেই চেয়ে ।

৫৯৫জন ৫৯৫জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ