জিসান শা ইকরাম সেপ্টেম্বর ২২, ২০১৩ at ১১:৪৩ অপরাহ্ন সুন্দর কবিতা । কবিতা কবিতা বিভাগে প্রকাশ করুন । বিভিধ বিভাগে এটি প্রকাশিত হয়েছে ।
আদিব আদ্নান সেপ্টেম্বর ২৩, ২০১৩ at ৫:১৪ পূর্বাহ্ন ছোট্ট কিন্তু বেশ সুন্দর । তা এবারে মন্তব্যের উত্তর পেতে ক’দিন লাগবে ?
প্রিন্স মাহমুদ সেপ্টেম্বর ২৩, ২০১৩ at ১২:৫৯ অপরাহ্ন না , তখন নতুন ছিলাম ত আনাড়ি ছিলাম , এখন থেকে নিয়মিত দেব ।
প্রিন্স মাহমুদ সেপ্টেম্বর ২৩, ২০১৩ at ১২:৫৯ অপরাহ্ন বড় কবিতা দিলে পাবলিক বিরক্ত হয় বলে আমার ধারনা । তাই /
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা ।
কবিতা কবিতা বিভাগে প্রকাশ করুন । বিভিধ বিভাগে এটি প্রকাশিত হয়েছে ।
প্রিন্স মাহমুদ
পরের বার থেকে করব ।
খসড়া
বাহ সুন্দরতো, বেশ ভাল।
প্রিন্স মাহমুদ
থাঙ্কু ভাই ।
আদিব আদ্নান
ছোট্ট কিন্তু বেশ সুন্দর ।
তা এবারে মন্তব্যের উত্তর পেতে ক’দিন লাগবে ?
প্রিন্স মাহমুদ
না , তখন নতুন ছিলাম ত আনাড়ি ছিলাম , এখন থেকে নিয়মিত দেব ।
প্রজন্ম ৭১
ছোট্ট কবিতায় অনেক ভালোলাগা ।
প্রিন্স মাহমুদ
বড় কবিতা দিলে পাবলিক বিরক্ত হয় বলে আমার ধারনা । তাই /
শুন্য শুন্যালয়
আলসে …:p
প্রিন্স মাহমুদ
ঠিক । ভাল থাকিবেন