
শূন্যতা,,
তোমার শূন্যতা থেকেই গেলো বাস্তবতার আড়ালে
জমে থাকা স্মৃতির দেয়ালে, উষ্ম উত্তাপে,
বিবর্ণ শব্দের আকারে!
তুমি অকারণে পঞ্চচূড়া নিয়েও চিন্তামগ্ন।
আমি নৈমিত্তিক মরণের সুর –
শূন্যতার কাছে এসে পারে থাকি ঝুলন্ত ফ্রেমে,
স্বপনের সাজসজ্জা লুকিয়ে থাকি কান্তি মায়া
নির্ঘুম চোখে জল গভীরে নিঃসঙ্গ এক পাখি।
তব তোমার স্নিগ্ধ মায়া, মধুর আলিঙ্গন ক্ষান্তি দেয়
ফিরে পেতে মৃত্যুর পূর্বে,
যদি জন্মনেই আরও একবার আলোর পৃথিবীতে-
আমি স্বাদ নেবো মধুর মমতায় তোমার উষ্ণ আলিঙ্গনে!
আমি নিজেকে সঁপে দেবো প্রসস্হ বাহুপাশেই
বিনিদ্র রাতের গহীনে,
তোমার কিঞ্চিত পদধূলিতে
আমি দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূরে যেতে চাই তোমার সঙ্গেই।
সঞ্জয় মালাকার //
৮টি মন্তব্য
বন্যা লিপি
বাস্তবতার আড়ালে কেবল এক খুনী বসবাস করে।
খুনী’র নাম দেয়া যেতে পারে ইচ্ছে হন্তারক।ইচ্ছেরা খুন হয় বলেই শুন্যতা জন্ম নেয় কালের গর্ভ ভরে।
আপনার লেখার উন্নতি দেখছি দাদা।
লেখা জারি রাখুন।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি,
সবি আপনাদের ভালোবাসা,
ভালো থাকুন দিদি শুভ কামনা।
রিতু জাহান
কয়েকটা বানান ভুল আছে,, প্লিজ ঠিক করে দিবেন।
লেখায় পরে আসছি,,
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
অবশ্যই আমি সম্পাদনা করে নেবো।
ভালো থাকবেন শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
শূন্যতা আছে বলেই এদিক ওদিক ঘোরাঘুরি করা যায়। পূর্ণতা পেয়ে গেলে নড়াচড়া করতে হতো না। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা //
নার্গিস রশিদ
চমৎকার লেখা। সুন্দর ছবি। অনেক ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি, ভালো থাকবেন শুভ কামনা।