
শুধু একবার
ফারজানা আক্তার
ও দু চোখে হারিয়ে যাই এক গভীর প্রচ্ছন্নে
সখী একে কি বলে প্রেম না আরতি?
যে আরতি তোমার বন্দনা করে
তোমারে ভালোবেসে হৃদয় ধারণ করে।
ও দু চোখে একটাই জিজ্ঞাসা
ভালোবাসা না মোহ?
যা গভীর মায়ায় ডাকে
এ কেমন টান? যত ভাবি নিরুত্তর থাকি
এ কেমন যাতনা? যাকে চোখে হারায়
এ কেমন ব্যথা? ভালোবাসি না বললে মন কাঁদে
তোমার হাসি ভীষণ ভালবাসি
সুস্মিতা,ওই নীরব হাসি জ্যোৎসনা ছড়ায়
আমার দুঃখের সাগরে এক চিলতি আলো।
তোমার কাজল রেখা আমার চির চেনা
এ যেন আমার বেঁচে থাকার ফাগুন
তোমার ঠোঁট দিয়ে বলা কথন
আমার এ ছোট্ট হৃদয়ে স্বপ্নের মহি।
তোমার বলা প্রতিটি বাণী
আমার পথ চলার সাথী
বল না এ মোহ না বন্ধন
এ প্রেম না ভালোবাসা?
বল না প্রিয়সী,আমার বাসন্তী
একবার বলো ভালোবাস, শুধু একবার।
যা শ্রবণে অবাধ্য মনটা বাঁচে
হাজার বছর তোমার তপস্যা করে
তোমার গান গেয়ে জুড়াবে জ্বালা।
সাধন করে রাখবে অন্তরে, মনের পরতে
যেখানে তোমার বসবাস যুগান্তরের পথলোকে
আলিঙ্গনে আস্টেপৃষ্ঠে সারা মন জুড়ে।
বল এ ভালোবাসা না আবেগ
না গভীর ভাবাবেগ,যাতে হারায়
চোরাবালির মত শুধুই বেধেঁ রাখে
যা ছিন্নতে মন ক্ষত বিক্ষত।
গভীর অনুরাগে অথৈ জলে হাবুডুবু খায়
একবার বল ভালোবাস, শুধু একবার।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
সোনেলায় স্বাগতম।
কবিতা ভালো লাগলো। ছোট খাটো বানান গুলো সম্পাদন করে নিবেন।
এরপর নিশ্চয় একটা দারুণ কবিতা পাচ্ছি।
সেই প্রত্যাশায়।
শুভ কামনা
ফারজানা আক্তার
আপু,আমাকে ভুলগুলো ধরিয়ে দিলে আরেকটু সজাগ হতাম।অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
নিরুত্তর, ব্যথা, ফাগুন, বলো, ভালোবাসা,
এই বানানগুলো।
আর যতি চিহ্নের পর গ্যাপ দিবেন।
ধন্যবাদ আপু
ফারজানা আক্তার
অনেক ধন্যবাদ লেখক আপু❤️❤️❤️❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
সুস্বাগতম আপনাকে আমাদের প্রিয় সোনেলার অঙ্গনে। সুন্দর কবিতা। নিয়মিত লিখুন ,অন্যদের লেখা পড়ুন, মন্তব্য করুন। আগামীতে আরো অনেক অনেক সুন্দর, অসাধারণ কবিতা, লেখা চাই
ফারজানা আক্তার
অনেক ধন্যবাদ আপু।অবশ্যই পড়ব।মন্তব্য করব।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
ফারজানা আক্তার
অনেক ধন্যবাদ। এত সুন্দর মন্তব্য করার জন্য প্রিয়।
হালিমা আক্তার
চমৎকার আবেগময় কবিতা। খুব ভালো লাগলো। শুভ কামনা অবিরাম।
ফারজানা আক্তার
ধন্যবাদ।অবশ্যই চেষ্টা করব।আপনার এ উৎসাহ আমার চলার পথের পাথেয়।
সাবিনা ইয়াসমিন
আরাধ্য মানুষের প্রতি ভালোবাসা যখন অর্চনা হয়ে যায় তখন সেটা আর শুধু ভালোবাসা থাকে না। অস্তিত্বের সাথে মিশে যায়…আরতিতে পরিনত হয়।
স্বাগতম সোনেলা পরিবারে। নিয়মিত লিখুন, সোনেলায় আপনার পদচারণা সুন্দর ও সাবলীল হোক।
শুভ কামনা 🌹🌹
ফারজানা আক্তার
ধন্যবাদ আপু।কাউকে স্বাগতম এমন নাটকীয়ভাবে করা যায় যা সত্যি সুন্দর।