- লেখাপড়া শিখতে হবে
- বুঝতে হবে ভালো,
- জানতে হবে পুরো ধরা
- আনতে হবে আলো।
- লেখাপড়া মনে ময়লা
- সদা করে ধ্বংস,
- লেখাপড়া সুখের উল্লাস
- সমাজের ওই অংশ।
- জ্ঞানে দৃপ্ত শুদ্ধ ভাবে
- গেছে সমাজ জুড়ে,
- মনের সকল স্বপ্ন গুলো
- যাচ্ছে রে ভাই দূরে।
- পুরো জীবন স্বপ্ন নিয়ে
- চলতে দেয়’রে শিক্ষা,
- জ্ঞানের প্রতীক শিক্ষাগুরু
- দিলেন তিনি দীক্ষা।
- শিক্ষা ছাড়া জীবন পথে
- চলা যায় না কভু,
- শিক্ষা হলো মেরুদণ্ড
- বিজ্ঞ বলেন তবু।
- রচনাকালঃ
- ০৬/০৭/২০২১
- ৪+৪/৪+২
৬৩৮জন
৫৫৪জন
১০টি মন্তব্য
হালিমা আক্তার
শিক্ষা আঁধার দূর করে আলোর নিয়ে আসে। শিক্ষা নিয়ে চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সতত।।।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শিক্ষার তাৎপর্য নিয়ে চমৎকার লেখা — শিক্ষা ছাড়া জীবন পথে
চলা যায় না কভু,
শিক্ষা হলো মেরুদণ্ড
বিজ্ঞ বলেন তবু।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
অনন্য অর্ণব
শিক্ষা ছাড়া জীবন পথে
চলা যায় না কভু,
শিক্ষা হলো মেরুদণ্ড
বিজ্ঞ বলেন তবু।
খুব ভালো বলেছেন। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।