লন্ডনের কয়েক টুকরো ভাবনা .. পর্ব ১
লন্ডনে কেউ কেউ বিলাস বহুল জীবন যাপন করে আর কেউ দিনে আনে দিনে খায় অবস্থা !!
আমি মনে করি ..ফেসবুক এক অসাধারণ সোস্যাল মিডিয়া। আপনি সহজেই আপনার ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে পার। আর ভাবনা থেকেইতো পরিবর্তনের শুরু !
আমি আগে প্রায়ই শিক্ষা মূলক কিছু লিখা নিছক শখের বসে যাপিত জীবন শিরোনামে লিখতাম !! এখন সময়ের অভাবে লিখা হয় না !
অনেক দিন তেকে যাপিত জীবন নিয়ে লিখতেছি না ! তাই অনেক বন্ধুরা ইনবক্স এ বলছিলেন , ভাই প্লিজ যাপিত জীবন নিয়ে কিছু লিখেন !!
আমার এক ইংলিশ বন্ধু আমার উপর খুব বিরক্ত। আমি ফেসবুকে কি সব লিখি /কি সব ভিডিও আপলোড করি !!
তিনি তা পড়তে পারেন না /বুঝতেও পারেন না ;
অথচ প্রতিদিন তাকে তা দেখতে হয় !! তা আবার অনেক মানুষ কি বুঝে পছন্দ করে !
এই ইংলিশ বন্ধু টার মাথায় ঢোকতেছে না আমি একটি ভিডিও আপলোড করলাম !! আর ,১১,২৩৯ মানুষ দেখেছে !! আর শেয়ার করেছে ..৬৫৭ জন !!
(লিংক টাও দিয়া দিলাম )
https://www.facebook.com/video.php?v=10205618912422328&set=vb.1539118083&type=2&theater
আমি বন্ধু কে বুঝিয়ে বললাম। আমার দেশের আর দেশের মানুষের হাজারো সমস্যার কথা। সেসব ঘিরে আমার ভাবনার কথা।
বিরাট বড় সমস্যা ছিল ২১ বছর একটা প্রজন্মকে ভুল তথ্যে মধ্যে বড় হতে হয়েছিল !! ব্লা ব্লা ব্লা …
যাই হোক,আবার ব্রিটিশ দের নিয়ে একটু বলি…
ব্রিটিশদের এ দেশে কিছুই হয় না ; যেমন টা আমার সোনার বাংলাদেশে হয় !! এখানে ধান হয় না,আম ,কাঠাল, লিচু,আনারস, কলা সহ কোন ধরনের ফল মূল পর্যাপ্ত পরিমানে এখানে হয় না !!এমনকি তরী- তরকারী চাহিদার তুলনায় কিছুই হয় না !! অল্প পিয়াজ আর আলু হয় তাও আবার চাহিদার চেয়ে কম !! তার পরেও অনেকের মনে হয়ে পারে ওরা কিভাবে চলে ???? ওদের তো সৌদি আরবের মত তেল নাই !! ব্লা ব্লা ব্লা …..
সম্পূর্ন আমদানি নির্ভর দেশ হচ্ছে ব্রিটেন !! কিন্তু মজার ব্যাপার — আপনি এখানকার বাজারের যান — সব কিছু পাবেন .. শুধু তাই নয় তুলনা মূলক ভাবে আমার কাছে মনে হয় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক সস্তায় !! যেমন একটা উদাহরণ দেই : আপনি আগুর খাবে. !!! মাত্র এক পাউন্ডে এখানে প্রায় সব জায়গাতে আগুরের মত অনেক ফল ফ্রুড এখানে কিনা যায় !!
জী ঐ গুরা বা ইংলিশ রা শুধু বুদ্ধি বিক্রি করে চলে !! কয়েক শত বছর ধরে এভাবেই চলছে ওরা !!
এই ফেইসবুক আর টুইটারের যুগেও এখনও কানাডা -অস্ট্রেলিয়া সহ অনেক দেশের রানী … আমার অনেক পছন্দের মানুষ এলিজাবেদ !! আমি তাকে অনেক পছন্দ করি ( সেটা না হয় অন্যদিন বলব ) ||
ইংলিশ বন্ধুটা অনেক চিন্তা করার পর আমাকে এক দিন বলল …
” কি নিয়ে লিখবো? সারা বিশ্বে শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই বা দুবেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্যই সারাদিন কাজ করছে বেশির ভাগ মানুষ !! ”
আমি থাকে বলাম ..
এমনকি উন্নত আমেরিকা আর ইউরোপেও তাই।
লন্ডন , ম্যানচেস্টার ,প্যারিস, রোমের মতো বড় বড় শহর গুলোতে গেলে দেখা যায় শুধু মাত্র তার ঘুমানোর একটু জায়গা বা এক বেলা পেট পুরে খাবারের পয়সা জোগার করার জন্য স্যুভেনিওর বা খেলনা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে হাজার হাজার বিদেশী শ্রমিক !!
আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরেও দেখেছি ..
বিছানার ওপর মাচা তৈরী করে তার ওপর কাপড় চোপড় রাখা। আর তাদের বিনোদন বলতে বিছানার নীচে রাখা একটি ছোট্ট টেলিভিশন বা রেডিও !!
আফ্রিকার মানুষের খাদ্য আর পানির অভাবের কথা কে না জানে? তার ওপরে আছে এইডস্ আর ম্যালেরিয়ার ভয়াবহতা। বিশ্বে প্রায় একশো কোটি মানুষ গৃহহীন। ভারতে কোটি কোটি মানুষ দিনযাপন করে খোলা রাস্তায় বা বস্তিতে।
আমাদের দেশে হাজারও সমস্যা !! বেকারত্ব, শিক্ষা, কম বেশ সব কিছুতেই সমস্যা !! তার পরেও আমাদের অর্জন অনেক বেশি !! আমি হতাশ হবার মত নই !!
চলবে —(প্রতি মাসে এক বার )
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার ; ইংল্যান্ড !!
২৮ ডিসেম্বর ২০১৪ ইং !!