রেগে গেলে মানুষ কি করে?? চুল ছেড়ে, এটা ভাঙে,ওটা ফ্যালে,কান্নাকাটি করে, চিৎকার করে,গালাগালি করে, মারধর করে—আর কিছু কি করে?? করতে পারে মানুষ খুবই বিচিত্র প্রাণী । নিজেকেও মানুষ হিসাবেই জানি,জদিও মনের মধ্যে একটা নামানুষ ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে জেগে ওঠে,আর তখন……। আজও বলতে পারলাম না। যদি বলতে পারতামই তাহলে মনে হয় ভিতরের নামানুষটাকে আজ গলা টিপে না হোক অন্তত এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারতাম। ব্যাটা না মরলেও হয়ত কিছুদিন পঙ্গু হাসপাতালের গন্ধযুক্ত কেবিনে আটকে তো থাকত । আমি পরিপূর্ণ মানুষ হওয়ার স্বাদটা হয়ত পেতাম পুরানো প্রেমিকার সাথে হঠাৎ দেখা হওয়ার মত করে।
যা হোক রাগ থেকে কোথায় চলে গেলাম । কেউ একজন বলেছিল রাগ মানুষের অন্ধকার দিক। মানুষ কে আলো থেকে রাগ অন্ধকারে নিয়ে যায়। অনেকটা “তমস ম জতির গময়” এর উল্টা । আমি কি এজন্যই রেগে গেলে ঘর বন্ধ করে আলো নিভিয়ে একা চেয়ারে বসে থাকি। হতে পারে। কিন্তু কারো কথা শুনে খুব সহজেই বিশ্বাস বা পালন করার মত মানুষ তো আমি নই। তাহলে এরকম আমি কেন করি?? হা হা হা হা। এই প্রশ্ন টা আসলে আমি কার কাছে করলাম , আমার সমন্ধে আমি ছাড়া আর কে ভালো করে জানে?? কেউ জানে না । তাহলে আমি যে প্রশ্নের উত্তর জানি না তার জবাব কি কোনদিনই উদ্ধার হবে না!!
না হলে না হবে। কিছু রহস্যের দরকার আছে। ধর্ম ব্যাবসায়িরা রহস্য না থাকা স্বত্বেও নিজেদের রহস্যময় করার জন্য কতকিছু করে(আশাকরি এই লাইন টা আস্তিক নাস্তিক ক্যাচাল সৃষ্টি করবে না), আর আমি ফ্রি তেই একটা রহস্য আবিস্কার করলাম নিজের মধ্যে। ভালো তো ভালো না !
১৫টি মন্তব্য
আদিব আদ্নান
আপনি নিজেকে নিয়ে ভাবছেন দেখে ভাল লাগল ।
আলো এবং অন্ধকার নিয়েই একজন মানুষ মানুষ , অন্ধকারকে অস্বীকার করার উপায় যখন নেই তখন
কীভাবে একে নিয়ন্ত্রণ করা যায় তা আপনার আমাদের ভাবা উচিৎ নিজেদের সাধ্যানুযায়ী ।
"বাইরনিক শুভ্র"
হুম, ঠিক । কিন্তু নিজের দুর্বল দিক নিয়ে ভেবে কুল কিনারা পাওয়া যায় না ।
জিসান শা ইকরাম
রেগে গেলে মানুষ তাঁর স্বাভাবিকতা হাড়ায়
নিয়ন্ত্রন হীন হয়ে পরে , যা খুশি করে ফেলে
কিছু রহস্য থাকা ভালো 🙂
"বাইরনিক শুভ্র"
আমার নিয়ন্ত্রণ থাকে এবং নিয়ন্ত্রিত অবস্থায় মানুষের উপর রাগ ঝাড়ি । আর মনে মনে নিজেকে মিরজাফর মনে হয় ।
হতভাগ্য কবি
“”রাগ মানুষের অন্ধকার দিক”” চরন্তন সত্য। ভাবনা পড়ে ভালো লাগলো
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
ভালো তো বেশ ভালো ,
তবে রাগ না থাকার কোন মানেই হয় না ।
আরও রাগ চাই , চাই গভীর অনুরাগ ।
"বাইরনিক শুভ্র"
আমার মাঝে মাঝে চাওয়ার দরকার হয় না। 🙂
বনলতা সেন
রেগে গেলে আমি চুপচাপ বসে থাকি ।
"বাইরনিক শুভ্র"
আপনাকে যে বিয়ে করবে বা করেছে সে ভাগ্যবান ।
জবরুল আলম সুমন
আমি কিন্তু রেগে গেলে অনেক কিছুই করে ফেলি… 😛
"বাইরনিক শুভ্র"
কিছু করে ফেলা কিন্তু ভালো ।
প্রজন্ম ৭১
ভালো একটি টপিক তো 🙂 কিন্তু রেগে গেলে কি করি তা এই মুহূর্তে মনে নেই। এরপর রেগে গেলে মনে রাখতে হবে 🙂
"বাইরনিক শুভ্র"
মনে করে আমার মত একটা পোস্ট দিয়ে দিয়েন ।
ব্লগার সজীব
আমি হাতের কাছে যা থাকে তা ছুড়ে মারি ।