রন্ধনে বন্ধন

খাদিজাতুল কুবরা ৬ জুলাই ২০২৫, রবিবার, ০৬:৩৭:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি মন্তব্য নাই

প্রিয় অনিমেষ!
কত দিন পর তোমায় লিখতে বসেছি। কুশলাদি বিনিময়ের ধাপ পেরিয়ে গেছে আগেই। এখন জানতে চাইলে শোনায় প্রশ্নের পিঠে প্রশ্ন! তাই সেদিকে যাচ্ছি না।
জানো, শীত, কুয়াশা ভেদ করে তরঙ্গে মিশে ছুটে আসা কিছু শব্দ আজও কানে বাজে। ভালোই লাগে কখনো, আবার কখনো চোখদুটো ভীত সন্ত্রস্ত অশ্রুতে ভরে। তুমি বলেছিলে, “শোন রু কাগজের সম্পর্কই সবক্ষেত্রে সঠিক সম্পর্ক নয়।” অবাক হলেও মেনে নিয়েছিলাম। সময় আজ ভিন্ন কথা বলছে জানো, এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুর নাম কাগজ।
এতে লেখা হয় দুটো জীবনের একটি পথ। কখনো বা লেখা হয় একই জেলখানায় আলাদা হাজত। কখনো বা লেখা হয় যাবজ্জীবন সাজা কিংবা মৃত্যুদণ্ড। কাগজের চুক্তিতে যুক্ত নয় এমন সবকিছু একসময় না একসময় ইনভ্যালিড হয়েই যায়।
আমার প্রিয় অনি!
সত্যকে ছুঁতে পারো তুমি কারণ সে দৃশ্যমান। উহ্য মিথ্যে বেশিদূর এগোতে পারে না। প্রকৃতি তার ভারসাম্যকেই প্রাধান্য দেয়। তাই পৃথিবীর স্বার্থে বলিদান হয় কিছু প্রাণের। চুক্তিহীন নিযুক্ত সৈনিক কখনো খেতাব প্রাপ্ত হয় না।
বুঝলে অনিমেষ বাবু!
কাগজই সব। ভালো থেকো বলাটা এ পর্যায়ে প্রহসন মনে করি। থেকো যেমন রাখেন বিধাতা।

ইতি
মোনালিসা।

৩জন ৩জন

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ