
কবিতার চোখে ঘুম দেখছি না
কেনো ঘুম পাচ্ছে না- বলাই বাহুল্য;
এই ভাবনার অথৈ গড়াচ্ছে জল
রক্ত কোষ হাবুডুবু খাচ্ছে! মৃদু কম্পন
কারণ ছাড়াই- কবিতা খুব অভিমানের
চন্দ্র কাঠ -কখন জ্বলে উঠে- বুঝাই যাচ্ছে না
অথচ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ কথায় শুনছে না-
তবু কবিতা পাড়ায় আতঙ্ক নয়; এক বিশ্বাস
একদিন ঘুম আসবে, রক্তচাপ কমে যাবে, তারপর
কারেন্টের থুম্বার মতো দাঁড়াবে কবিতার পৃথিবী!
২৮ ফাল্গুন ১৪২৮ ১৩ মার্চ ২২
৪টি মন্তব্য
হালিমা আক্তার
কবিতা যদি ঘুমিয়ে পড়ে। হায় কবির কি হবে।তাই ঘুম নেই কবিতার চোখে। শুভ রাত্রি। কবিতা তুমি ঘুমিয়ে পড় তাড়াতাড়ি।
আলমগীর সরকার লিটন
হু সঠিক বলেছেন কবি আপু কখনো কখনো কবিতার ঘুম পায় না রক্তচাপ হয়——ভাল থাকবেন
মোঃ মজিবর রহমান
অসাধারন ভাবনায় কবিতা খুব আবেশ্ময়। ভালো লাগলো আলমগির ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা কেমন আছেন
ভাল লাগার জন্য ধন্যবাদ
ভাল থাকবেন——-