যাযাবরের ডায়রী

হৃদয়ের স্পন্দন ১৭ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০৩:৩২:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

সন্ধ্যা বেলা, নিঝুম চারপাশ, ধির গতিতে হাটছি আমি, কানে হেডফোন বেজে চলেছে যাক না উড়ে মিলন মাহমুদ এর সুরে, খুব একাকী মনে হচ্ছিলো নিজেকে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলানো আর রাস্তায় একাকী ঘুড়ে বেড়ানো, র‍্যানডমলি গান টাই শুনেছিলাম, একটা লাইন ছিলো বনের পাখি যাক না উড়ে, আসবে ফিরে , ভাসবেই ভালো তোকে, গানের অর্থ বুঝিনাই, বুঝার চেষ্টাও করিনাই, সে সময় টা ছিলোনা, শুধু মনে হচ্ছিলো যেনো কথা গুলা সত্যি হয় ওরে অবুঝ মন, দূরে গেলেই চিনবি আপন জন, তবু তারে রাখিস ধরে, আসবে ফিরে ভাসবে ভালো, কেমন একটা মিশ্র অনুভূতি হচ্ছিলো তখন, অজানা এক ভয় সাথে ভালো লাগা দুই ই কাজ করছিলো, মন খারাপের সেই রাতেই ঘটনা টা ঘটে গেলো, আমি একা হয়ে গেলাম, আমি ভালোবাসা ভুলে গেলাম, তাকে নয় নিজেকে, নিজের প্রতি হারালাম ভালোবাসা, আত্বহননের চেষ্টা চালালাম বলবো না, তার প্রস্তুতি নেওয়া শুরু করলাম, এ জন্য দেখা শুরু করলাম হেমলক সোসাইটি, দিনে দিনে ৩ দিনে ৮ বার দেখলাম তারপর মনে হলো মেয়েটিকে বাচানোর চেষ্টা ছিলো অযৌক্তিক, আর ছবিটা তৈরি শুধু বানিজ্যিক কারণেই, শিক্ষনীয় কিছুই পেলাম না, না পেলাম মরার রাস্তা, না বাচার আগ্রহ, দিন গুলু কেটে যাচ্ছিলো , মন ভালো করা সম্ভব হচ্ছিলো না একদম, খুব একা হয়ে গেলাম খুব একা, ধিরে ধিরে ভালোবাসা শুরু হলো শুরু হলো বেচে থাকার অল্ম রসের চেষ্টা, যদিও করা না করা একই কথা, ভিতূ মানুষ রা আত্বহত্যা করতে জানেনা, শুধু বলতেই জানে , আত্বহত্য করার জন্য দরকার পড়ে কলিজার, আমার মত মানুষের কলিজা বলতে কিছু আছে কিনা জানিনা, সেই সময় মনে পড়ে গেলো তার কথা, একদিন প্রশ্ন করলাম খুব তর্ক করছো ইদানিং এতো সাহস পেলে কোথায়? তার উত্তর ছিলো সাহস পাবার নয়, এটা এচিবমেন্ট, অর্জন করতে হয়, অপেক্ষা শুরু করলাম সাহসের, সাহস হলে আত্বহত্যা করবো, কিন্তু আত্বহত্যা কি আমার দ্বারা সম্ভব? তাই ভিন্ন চেষ্টা শুরু ভালো হয়না কি আত্বহত্যা না করে হত্যায় মেতে উঠলে? প্রথমে পাখি কিনবো গলা টিপে মারবো, তারপর বিড়াল এক কোপে, তারপর কুকুর গলায় দড়ি বেধে, তারপর মানুষ পিছন থেকে ইটের বাড়ি দিয়ে, তারপর মানুষ সামনে থেকে কোনো একদিন কোপ দিয়ে? এইখান থেকেই শুরু, আমার সাহস অর্জনের রাস্তা, তারপর হয়তো কোনো একদিন সেই সাহস পেয়ে যাবো দড়ি গলায় দিতে মায়া লাগবেনা।

 

৪৫৪জন ৪৫৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ