- ঐ দেখা যায় জারুল হিজল
ঐখানে মোদের গাঁও
দুই ধারে দুই নদীর পাশে
বাধাঁ আছে ডিঙি নাও। - কাশবনের কাশফুল লেগে আছে তটে
শরতকালের ফুলের মালায়
ভরে গেছে পথ ঘাটে। - কিলবিলকিল করছে মীন
চেয়ে দেখি বসে
শীতকালে স্নান করে
নানান রকমে হাঁসে। - মোদের গাঁয়ের সহজ মানুষ
কামার কুমার চাষা
নদীর জলে নাওয়া খাওয়া
নদী তাদের ভরসা। - মায়া মমতায় জড়াজড়ি করে
আনন্দ উৎসবে গেহখানি রয়েছে ভরে
মায়ের কোলে শুয়ে-বসে জুড়ায় প্রাণ
বর্ষাকালে মাঝি ভাই গায় কত ভাটিয়ালি গান।বাঁশ বাগানে ঝোপের ঝাড়ে
বাঁকা ঠোঁটে চাঁদ হাসে
ঝোপের ঝাড়ে ঝিঁ ঝিঁ ডাকে
জোনাকির আলোয় আলোয়। - হিন্দু মুসলমান পরস্পর মোদের ভাই
এক সাথে থাকি আর শ্রমশালায় যায়
ঝগড়া বিবাদ নাহি করি মোরা
হিন্দু মুসলমান পরস্পর বেধেছি জোড়া। - মনের স্বাদে ছড়াকাটি নদীর তটে বসে
সোনার ছবি মোদের গাঁ দাম নয় কেনা
অপরুপ সৌন্দর্যে ভরা মোদের গাঁ খানা। - রচনাকালঃ
- ০৩-০৩- ২০১৯
৬টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
সুন্দর গাঁ। এমন গাঁ আমার দারুণ পছন্দ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
এমন গ্রাম সকলের ভালো লাগবে।
শুভকামনা রইল সতত
পপি তালুকদার
কবিতার মতো গাঁয়ে চাহি যেতে মন।
ভালো লাগলো।
শুভকামনা ও শুভেচ্ছা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
গ্রাম গুলো এখনও ছবির মতো।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল