মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (প্রথম পর্ব)
মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (দ্বিতীয় পর্ব)
মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (তৃতীয় পর্ব)
মৈমনসিংহ গীতিকা : চন্দ্রাবতী (চতুর্থ পর্ব)
(১১) চন্দ্রার অবস্থা
“কি কর লো চন্দ্রাবতী ঘরেতে বসিয়া।”
সখিগণ কয় কথা নিকটে আসিয়া।।
শিরে হাত দিয়া সবে জুড়য়ে কান্দন।
শুনিয়া হইল চন্দ্রা পাথর যেমন।।
না কান্দে না হাসে চন্দ্রা নাহি বলে বাণী।
আছিল সুন্দরী কন্যা হইল পাষাণী।।
মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে।
জানিতে না দেয় কন্যা জল্যা মরে মনে।।
এক দিন দুই দিন তিন দিন যায়।
পাতেতে রাখিয়া কন্যা কিছু নাহি খায়।।
রাত্রিকালে শর-শয্যা বহে চক্ষের পানি।
বালিশ ভিজিয়া ভিজে নেতের বিছানি।।
শৈশবের যত কথা আর ফুলতুলা।
নদীর কূলেতে গিয়ে করে জলখেলা।।
সেই হাসি সেই কথা সদা পড়ে মনে।
ঘুমাইলে দেখিব কন্যা তাহারে স্বপনে।।
নয়নে না আসে নিদ্রা অঘুমে রজনী।
ভোর হইতে উঠে কন্যা যেমন পাগলিনী।।
বাপেত বুঝিল তবে কন্যার মনের কথা।
কন্যার লাগিয়া বাপের হইল মমতা।।
সম্বন্ধ আসিল বড় নানা দেশ হইতে।
একে একে বংশীদাস লাগে বিচারিতে।।
চন্দ্রাবতী বলে “পিতা, মম বাক্য ধর।
জন্মে না করিব বিয়া রইব আইবর।।
শিবপূজা করি আমি শিবপদে মতি।
দুঃখিনীর কথা রাখ কর অনুমতি।।”
অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে।
“শিবপূজা কর আর লেখ রামায়ণে।।”*
* জয়ানন্দকে ভুলে যেতে চন্দ্রাবতী রামায়ণ লিখেছিলেন, কিন্তু মুদ্রিত হয়নি। এটার পাণ্ডুলিপি কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আছে।
১৪টি মন্তব্য
বনলতা সেন
আহারে চন্দ্রাবতী !
এখন আর ‘শিব’দের দেখা পাওয়া যায় না ।
কাফি রশিদ
হুম। চন্দ্রাবতীদেরও না।
আদিব আদ্নান
এমন চন্দ্রাবতীদের দেখা পেলে মন্দ হত না ।
কাফি রশিদ
🙂
জিসান শা ইকরাম
জানলাম চন্দ্রার অবস্থা
অনেক কস্ট করছেন ভাই – আবারো ধন্যবাদ
কাফি রশিদ
😀
প্রজন্ম ৭১
অজশ্র ভালোলাগা (y)
কাফি রশিদ
ধন্যবাদ।
শিশির কনা
বরাবরের মতই ভালো লেগেছে । পূর্বের লিংক গুলো অনুগ্রহ করে দিয়ে দিন 🙂
কাফি রশিদ
ধন্যবাদ। সব পোস্টে অ্যাড করে দিচ্ছি।
মিসু
খুব ভালো লেগেছে ।
কাফি রশিদ
ধন্যবাদ
ব্লগার সজীব
মনের খোরাক পাচ্ছি এসব পোস্টে , ধন্যবাদ আপনাকে ।