
সুন্দর লাগে যেন আকাশপুরীর নীলিমা
চশমার ফ্রেম যোগ করে আরো অনন্যা
এগিয়ে- তুমিময় সীমান্তে সৌন্দর্য চর্চার উল্লাস।
ন্যাকামোর কর্ণধার আগাম বার্তা শোনায়
চশমার প্রেরক অত্যাধুনিক পণ্য পাঠায়
দিনশেষে- সব বৃক্ষের গোড়ায় উর্বরতার ঘাটতি।
যৌথ বাসনাতে শক্তি হয় আমদানি রপ্তানি;
দেহ ঝুলবে- অতীত হয়ে দোষারোপের স্মৃতিতে
বিচার হবে- কিসের অরক্ষিত দুগ্ধবতী রাষ্ট্রে?
হারিয়ে- আবার কারা গরম গরম ভুল করে?
শোকের কঙ্কাল এখন
কাতর চোখে ঘুমায়; যার তাঁর হিমঘরে।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি
শোকের কঙ্কাল এখন
কাতর চোখে ঘুমায়; যার তাঁর হিমঘরে।
অপূর্ব বাক্য চয়ণ।
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আরজু মুক্তা
ঘুম ভাঙ্গুক। নতুন সকাল আসুক।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍
শামীম চৌধুরী
শোকের কঙ্কাল এখন
কাতর চোখে ঘুমায়; যার তাঁর হিমঘরে।
আমরা এখন শোকের কঙ্কালই হয়ে ঘুমাচ্ছি হিমঘরে। দারুন।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
যথেষ্ট অর্থবহ লেখা নাজমুল। দারুন লিখেছেন কবিতাটি।
শুভকামনা রইলো।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
দিন শেষে সব কিছুতেই ঘাটতি পরে। হোক বৃক্ষের উর্বরতা বা যৌথ কামনার আদান-প্রদান। পাওয়া-না পাওয়ার অতৃপ্তি নিয়েই আমাদের বেঁচে থাকা। দিন শেষে পরে থাকে চশমার ফ্রেম, মানব কঙ্কাল। প্রয়োজন-প্রযোজনার সমাপ্তিতে ঘুম আসবেই।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু 😍
শাফিন আহমেদ
পাওয়া না পাওয়ার বেদনা কতটা কষ্ট বাড়ায়
যখন কথারা সামনে এসে দাড়ায়।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍