মুসাফির

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৯:৫৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. এই নদী নক্ষত্র দেশে,
  2. আমি তো এসেছি অচিনপুর থেকে
  3. মুসাফিরের বেশে।
  4. থাকব কয় দিন,
  5. সৃষ্টিকর্তা আয়ু রেখেছে যতদিন ।
  6. তারপর চলে যাব যে কোথায়,
  7. সৃষ্টিকর্তা নিয়ে যাবে যেথায়।
  8. যেখানকার খবর কেউ নেই নেবার
  9. সুখ বা দুঃখের নেই কেউ শোনার।
  10. রচনাকালঃ
  11. ২৯/০৪/২০২১
৪২৫জন ৩৮২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ