মিথ্যে রাজা সাজা।

সীমান্ত উন্মাদ ১৩ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৩:১৪:৩৪অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

এই সব। এইখানেই সব মিথ্যে রাজা সাজা।
মনের রাজার কোন রাজ্য জানে নাতো কেহ!!
মনের মানে এক হয়ে সুখটা খোঁজে ফেরা,
মনের মাঝে মন মিলিয়ে সুখের গান গাওয়া,
কালে কালে মহাকালে রাজার আষা যাওয়া।
সব রাজারই অবশেষে শুন্যে পড়ে থাকা।
এই সব। এইখানেই সব রাজা রানীর খেলা।

আজ স্বাধীনতার ৪৩বছর পরও আমাদের রাজা রানীর খেলার পরিসমাপ্তি হচ্ছে না । বড় ক্লান্তিকর এ যাত্রার সমাপ্তি চাই আমি সীমান্ত উন্মাদ আর আপনারা?

৫১৯জন ৫১৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ