
স্বরবৃত্ত ছন্দ
৪+৪+৪+২
মনের কথা শুনলে হেসে
আমি বিস্ময় ধ্যানে,
ভাবি তুমি আমার মিতা
ঘিরে গহীন মনে।
পেখম তুলে উড়ে বিহগ
সুখের বাহন করে
আমি তেমন ভেসে বেড়ায়
তোমার মনের তরে।
শূন্য মনে দিলে প্রীতি
মোহন বাঁশি বেজে
মাতাল সুরে হারিয়ে আমি
তোমায় বেড়াই খুঁজে।
আলতো হাতে চোখের ভাষায়
আকঁড়ে সারা বেলা
তুমি হাসি তুমি কান্না
আমার শ্রাবণ ভেলা।
ছবিঃ সোনেলা গ্যালারি।
১৩টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা প্রেম —-
‘মনের কথা শুনলে হেসে
আমি বিস্ময় ধ্যানে,
ভাবি তুমি আমার মিতা
ঘিরে গহীন মনে’।
ফারজানা আক্তার
প্রেম তো এমন মিষ্টি।ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতি শুভ কামনা রইলো।
ত্রিস্তান
চমৎকার লিখেছেন। হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার নামই তো ভালোবাসা।
ফারজানা আক্তার
ধন্যবাদ
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতা
ফারজানা আক্তার
ধন্যবাদ
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর অনুভবে লেখা কবিতা।
যেহেতু নিয়ম মেনে লেখা উল্লেখ করেছেন, তাই দু’টো কথা লিখে যাই
’দিলে সুখ’> ৪মাত্রার স্থলে ৩মাত্রা এসেছে।
ফিরে> ফিরি ও বেড়ায়> বেড়াই হবে।
ছন্দের তাল ও লয়ের খাতিরে প্রয়োজনে সমার্থক শব্দ ব্যবহার করুণ
তাতে ছন্দ পতন রোধ হবে। যেমন, দ্বিতীয় চরণে বিস্ময়> অবাক লিখে পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন।
একই শব্দ পাশাপাশি ব্যবহার না করাই উত্তম
যেমন, মোহন বাঁশি বেজে, মোহন সুরে হারিয়ে আমি।
অনেক কথাই লিখলাম, অপরাধ মার্জনা করবেন।
সুন্দর হোক আগামীর পথচলা।
আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা রেখে গেলাম পাতায়।
ফারজানা আক্তার
ধন্যবাদ।আপনার জ্ঞানের একটু স্পর্শে আমি অনেক সমৃদ্ধ।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় অনেক শুভেচ্ছা রইর কবি আপু
ফারজানা আক্তার
ধন্যবাদ
জাহাঙ্গীর আলম অপূর্ব
বেজে/খুঁজে দুর্বল অন্তমিল লক্ষ করেন।।।
শুভকামনা রইল সতত।।।।
হালিমা আক্তার
চমৎকার কবিতা।