আমার জিবনে ক্লাশ চতুর্থ শ্রেনী হতে ঘর ছাড়া। পেটের দায়ে হোক আর বড় ভাইয়ের ব্যাবস্যা প্রতিষ্ঠানে থাকা ও স্কুলে পড়ার কারনে মায়ের কোল বা ভালবাসা বঞ্চিত।
বাবা – মার স্নেহ আদর থেকে বিদায় নিয়ে ভাইয়ের নিকট থাকতাম। দাদা-দাদীর আদর ও দুষ্টামি থেকেও দূরেছিলাম। এই যাত্রিক শহর ছেড়ে যে মায়ের কাছে যাব সম্ভব হয়না চাকরীর জন্য। যায় প্রতি ঈদে। গত ঈদে মা বলল আমাকে নিয়ে জাবিনা। আমি দুঃখের সঙ্গে বলেছি না। ইচ্ছে করলেই ঐই মুহুরতই বাসের টিকিট সংগ্রহ করা সম্ভব নয় অসম্ভব।কারণ অফিস শুরু হবে।
এই মাসের প্রথম সপ্তাহে মা আমার হল, ঢাকায় আনলা।ম। প্রায় প্রতিদিন অফিস থেকে গিয়ে মা বসে থাকে মায়ের ঊরুর উপর বা পায়ের উপর মাথা দিয়ে শুয়ে থাকি। মা আমার মাথায় হাত বুলায় আর আদর করে এ কেমন অনুভূতি বোঝাতে পারবনা। মা আমার চুলগুলো আস্তে আস্তে বিলিয়ে দেয় খুব তৃপ্তি পায় অসাধারণ সে এক অনুভূতি।
মা থাকবে, আমি মাকে রাখার জন্য আনলাম মা থাকবে না তা কি হয়? কি হল, চালালাম অভিযান। আমার বড় ভা্ই থাকে ঢাকার মোহাম্মাদ পুর্ সেখানে কয়েকদিন থেকে আসার পর মায়ের অনুভূতি আলাদা। থাকবনা! গ্রামে রেখে আয়।
যথারীতি অফিস থেকে ঘরে ফিরে দেখি মা একা বসে বউ বাহিরে গেছে। এই সুযোগ কি হাত ছাড়া করা যায়, না আমিও সুযোগ কাজে লাগালাম। মায়ের পায়ের উপর শুয়ে মায়ের শরিরে ও পায়ে হাত বুলায়ে চলেছি। মা তুমি থাকবে না কেন , কি হয়েছে, হাজার প্রশ্ন।
মায়ের সেই একই রোগ না বাবা আমার কিছুই হয়নি আমি বাড়ি যাব গ্রামে থাকব। এখানে একটি রুম থাকার সমস্যা হবে। হাবি যাবি উত্তর। আমি নাছড় বান্দা ।
এক পর্যায়ে মা কাদার মত করে বলেই ফেলল বাবা তুই আমাকে দুই মুঠো ভাত দিয়ে রাখতে পারবিনা? আমার চোখে জল আসার উপক্রম তা আটকিয়ে বললাম এভাবে কথা বলছ কেন মা তোমাকে রাখার জন্যই তো এনেছি!
ছোট থাকতে পাইনি এখন পাব আল্লাহ যে কয়দিন বাচিয়ে রাখে। এখন মা আমার নিকট আছে প্রতিদিন বাড়ি গিয়ে শুয়ে থাকি মায়ের পায়ের উপর। মায়ের এই আদর পেতে এখন খুব ইচ্ছা হয়।
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা হচ্ছে জগতের সবচেয়ে সুন্দর ডাক
সবচেয়ে সুন্দর শব্দ
সবচেয়ে আপন।
ভালো লিখেছেন।
ভালোবাসি মা তোমায়।
মোঃ মজিবর রহমান
বস আমার মমত্ববোধ বা মায়া, এগুলো খুব কম কিন্তু এই ব্লগ ও কিছু কিছু ব্লগারদের সংস্পর্শে এসে আমার কিছু
আবেগ জেগেছে, ের জন্য তাঁদের প্রতি আমার শ্রদ্বা রইলো।
শুন্য শুন্যালয়
মা ছেলের মমতাময় লেখা পড়ে মনটা ভরে গেলো ভাইয়া। মায়ের যত্ন নেবেন। সব সন্তানরা আপনার মতো হলে মা অনেক সুখী হতো।
মোঃ মজিবর রহমান
দিদি দোয়া করবেন যেন, মায়ের কোন সেবার কমতি না হই।
আপনার প্রতি রইলো ভালবাসা।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
মাকে সুখী রাখা আমাদের প্রধান কর্তব্য। ভালো লিখেছেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
দোয়া করবেন মাকে জেন সুখে রাখতে পারি আমরা সবাই।
সঞ্জয় কুমার
যার মা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী । সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন সঞ্জয় দা। ভাল থাকুন।
আগুন রঙের শিমুল
আপনি ভাগ্যবান ভাই 🙂 চাইলেই মা কে জড়ায়ে ধরতে পারেন
আর , সবকিছু ভেঙে পরতে দেখি নিস্পুলক চোখে। কিযে ইচ্ছা করে মায়ের গায়ের সাথে গা লাগিয়ে হাতপা গূটিয়ে বসে থাকি ।
পারিনা, মধ্যবিত্তের ঘরে জন্ম নেওয়ার আজন্ম পাপ শোধরাই 🙂
মোঃ মজিবর রহমান
দুঃখ কর না ভাই, আমিও নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আয়ও বেশিনা।
সামান্য।
তবে আমিও ঐ রগে ভুগিনা বলতে পারবনা।
তারপরও চেষ্টা করুন।
আগুন রঙের শিমুল
🙂
ব্লগার সজীব
মাকে এমন ভাবে আগলে রাখুন মজিবর ভাই। ভালো লেগেছে এমন লেখা।
মোঃ মজিবর রহমান
সজিব ভাই দোয়া করবেন জেন মা আমার নিকট থেকে কোন কষ্ট নাই।
প্রজন্ম ৭১
লেখা পড়ে ভালো লাগলো খুব। মায়ের আদর অন্যরকম, যার তুলনা হয়না।
মোঃ মজিবর রহমান
তাই, সত্যিই।
ভাল থাকুন।
স্বপ্ন
মায়ের প্রতি শ্রদ্ধা। প্রান জুড়িয়ে গেলো ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আপু দোয়া করেন মাকে জেন ভাল রাখতে পারি।
লীলাবতী
ভাইয়া লেখাটি পড়ে খুব ভালো লাগলো। মাকে কাছে পাওয়া অবশ্যই খুব ভাগ্যের বিষয়।
মোঃ মজিবর রহমান
হ্যা দিদি। মা মা ই খুব ভাল।
শুভেচ্ছা রইল।