- মা শব্দটি মধু মাখা
মায়া মমতায় জড়িয়ে থাকা,
হৃদয়ের গহিন থেকে আসা
একটি মমতা মাখা শব্দ – মা।
- সাংবাদিক থেকে বড় সাংবাদিক
সে হলো -মা,
সন্তানের আপদ বিপদ হলো
মায়ের অন্তরে আগে লাগে ঘা।
- মা হলো সন্তানের বড় বন্ধু
এই জগতের হাই,
সুসময়ের বন্ধু সবাই
বিপদের বেলায় নাই।
- সন্তানের জন্য মা
করে অনেক কষ্ট,
তার জীবনের সব সাধ
সন্তানের জন্য করে নষ্ট।
মা শব্দ মধুর চেয়ে মিষ্টি
মায়ের গর্ভের মাধ্যমে সৃজাতা,
আমাদের করেছে সৃষ্টি।
- মা আমার সূচনা শব্দ
মা – ই আমার শেষ,
মায়ের জন্য আমার জীবন
সুন্দর হয়েছে বেশ।
- ———–
রচনাকালঃ
০৩-০৯-২০২০
- উৎসর্গঃ
(আমার জননীকে
৫৩২জন
৪৬২জন
৬টি মন্তব্য
পপি তালুকদার
প্রথম হলাম। আসলে মার তুলনা কিছুতেই হয়না।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
মা তুলনা মা ই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
রোকসানা খন্দকার রুকু
মা তো অসাধারন হবেই! না হলে কি চলে শুভ কামনা!!!!
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।