মা তোমার মর্ম না বুঝার পূর্বে
চলে গেলে আমায় ছেড়ে
দূরে দূরে ছিলাম হয়তো ক্ষুদার পৃথিবীতে
দু’মটো অন্ন যোগাতে,
শুরু লেখাপড়া দুরদুরান্তে।
একাডেমিক গরিবের শেষ করিনু
চাকরির পিছু ছুটিনু।
রইয়েই গেলো দুরত্ব!
রাজপথে জীবন সংগ্রাম চলমান
বেকারত্ব! বেকারত্ব কিন্তু জিবন বহমান
সময় সেতো চলমান, আমি স্থিরমান
বয়স যায় ছোট্ট হইয়া, আসে অল্পমান।
অফিস আসাপথে দিলাম বিদায় মাগো তোমায়
তুমি যাও আমি যাব আগামী সপ্তায়,
এই বিদায়, এইদিন যে শেষ তোমার হবো
ভাবিতাম কি কভু কখনো।
দয়াল আল্লাহ মা-বাবা আসন
বেহেস্ত নসিব হয় যেন ।
একবছরের মাঝে হারিয়েছি আমি আমার মা ও বাবাকে। তাঁদের জন্য আমার সাধ্যমত করেছি হয়তো পরিপূর্ণ সেবা হয়নি এখন ভাবি।
৬টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাবা মায়ের সেবাকারী সন্তানের মনে কখনো এ আফসোস শেষ হয় না।বার বার মনে হয় ইস্ যদি আরো একটু সময় পেতাম মা বাবাকে সেবা করার।সকলের মা বাবারা শান্তিতে থাকুক পরপারে আর যাদের মা বাবা জীবিত আছেন তারা যেন সন্তানের কর্তব্য ঠিক মত পালন করতে পারেন সেই কামনা। -{@
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মনির ভাই যারা এখন বাবা-মার সানিধ্যে আছেন তাঁরা বাবা-মার সেবা করুন।
নিতাই বাবু
আমার মনের কথা, আমার বেদনা আপনি অনুভব করলেন কীভাবে দাদা? ইশ! জীবনের সাথে মনের ব্যথা হুবহু মিলে গেছে দাদা। ধন্যবাদ আপনাকে আরো লিখুন!
মোঃ মজিবর রহমান
দাদা মনে হাহাকার লাগে কিন্তু কিছুই করার নাই।
জিসান শা ইকরাম
আপনার মা ও বাবার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছি,
আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসীব করেন, আমীন………
মোঃ মজিবর রহমান
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।