মায়ে খুপ ভালোবাসে-
আব্বার পুরনো শার্টে বোতাম লাগানো ;
ইস্, যদি বোতাম অইতাম !
মায়ে সুতো দিয়্যে সেলাই করে দিত
আমাকে গেঁথে রাখার জন্য ;
ম্যালাদিন হয় দেকচি –
আব্বায় খাওনের পরে ঐ থালেই ভাত খায় মায়ে ;
ইস্, যদি ঐ থালা অইতাম !
মায়ে না ধুয়েই রোজরোজ ভাত খেতো আমাকে ছুঁয়ে দিয়েই ;
আব্বা নেই মাসখানিক অইলো-
মায়ে আব্বার পাগড়ি দিয়্যে কোরআন শরিফের গিলাফ বানায় ;
ইস্, যদি ঐ গিলাফ অইতাম !
মায়ে পেত্তেকদিন গিলাফের যত্ন নিতো আমাকে না জেনেই ;
ছবিঃ ইন্টারনেট থেকে নেওয়া
৩টি মন্তব্য
হালিমা আক্তার
মায়েরা এমনি হয়। সব মায়েদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
মোঃ মজিবর রহমান
যেভালোবাসার তুলনা মা। সকল মা ভালো থাকুক।
রোকসানা খন্দকার রুকু
বাবা-মা শুধু গল্প কবিতায়। বাস্তবে আমরা কজনই বা তাদের দেখভাল করি।।