
যদি খুব বেশি ভুল বোঝ বিক্ষুব্ধ মধ্যরাতে,
চলে এসো তুমি এক্ষুণি এইখানে,
বুকের পাঁজরে রাখা আছে অক্ষত ফুলদানি,
মস্তিষ্কের ইনবক্সে জমা অতগুলো ফুল,
দুজনেই সন্তর্পণে বের করে আনি!
বাসন্তী শাড়ির মতো তীব্র হলুদ,
অথবা লগ্ন দিনে জ্বলে থাকা বেনারসি লাল,
তুমি আজো সঙ্গোপনে যাদের দিচ্ছ সামাল,
বের করে আনো! পান করে যাক তারা
পূর্ণিমার মতো বিশুদ্ধ জল!
আল্পাইন ঝড় স্তব্ধ প্রেমে হোক উন্মাতাল!
যদি খুব বেশি ভুল বোঝ অবাধ্য বর্ষার দিনে,
আমি মেঘেদের বলে দিব,
কিছু সময় যেন তারা দেয় শখের বারান্দায়,
সমবেত উদ্যান এককালে ছিল ওইখানে,
তুমি ছিলে পাখির মতো চঞ্চলা ঢেউ,
আমি গম্ভীর সরোবর!
অথচ কতোবার ডুব দিয়ে নিয়ে চলে গেলে,
প্রণয়ের প্রার্থিত প্রতিটি পদ্মফুল!
এমনি বর্ষণ ছিল,
তুমি আমি মৃদু শীতে ছিলাম আকুল!
আমি মেঘেদের বলে দিব আবার বৃষ্টি হোক,
খুব ধীরে! যেন তোমার না লাগে আচড়!
যদি খুব বেশি অভিমান জমে যায় নির্ঘুম,
এসো আলমারি ভরা স্মৃতি বের করে আনি,
ওই যে ওখানে তুমি প্রণয়ের রাণি,
চালচুলোহীন সম্রাট শুধু তোমাকেই চেনে!
ন্যাপথালিনের গন্ধের ফাঁকে ফাঁকে,
দুরন্ত স্মৃতির ঘোড়া কি আর লাগাম মানে!
দুর্জ্ঞেয় রহস্যের মতো বৃত্ত প্রেমের,
নাচছে বৃত্তাকারে পানাসক্ত অবুঝ যুগলে,
মনে পড়ে?
উজ্জ্বল আলোর মতো সেইসব রূপকথা
মনে পড়ে? চলো স্মৃতি খুড়ে আনব দুজনে!
যদি খুব বেশি রাগ প্রিয় পোড়ায় এই বন্দর,
চলে যেতে পারো দূর দ্বীপে!
তবু একবার এসো খুঁজি অস্তিত্বের ঘ্রাণ,
কিচেনে এলাচ দানার গন্ধের সাথে
মিশে আছে
দুজনের সম্মিলিত প্রাণ! মিশ্রিত নিঃশ্বাস!
ডাইনিংয়ে, পর্দায়, পাগলাটে ফ্যানের পাখায়,
আমাদের ঘ্রাণ ঘুরপাক খায়!
পাখির বাসার মতো ডাকছে অন্তঃপুর,
এতো তীব্র ঘ্রাণ ছেড়ে
তুমি কিভাবে পালাবে এতোটা দূর!
৮টি মন্তব্য
সুরাইয়া পারভীন
এতো কিছুর পর প্রিয়তমার সাধ্য কি আর
পুষে রাখে মান- অভিমান, রাগ-অনুরাগ
প্রিয়তমা হয় শিশুর মতো
একটু আদর পেলেই ভুলে যায় সব যন্ত্রণা
চমৎকার একটা কবিতা পাঠের সুযোগ দেবার জন্য অনেক অনেক ধন্যযোগ কৃতজ্ঞতা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ এমন আহ্বানে মুগ্ধ না হয়ে পারা যায় না। এভাবেই আগলে রাখতে হয় নিজের প্রিয়জনকে, চাওয়া পাওয়া কে। দূরে যেতে দিও না তাকে-এগিয়ে যাও নিজের ভালোলাগায়, ভালোবাসায় নিরবধি। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন দিদি।
আরজু মুক্তা
প্রিয়তমা নিশ্চয় এতোক্ষণে কবিতা পড়ে চলে এসেছে।
দারুণ কবিতা।
প্রিয়তে দিলাম
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
সাবিনা ইয়াসমিন
যেকোনো অভিমানে স্তুব্ধ হওয়া মন তরল করার মোক্ষম দাওয়াই থাকে স্মৃতির আলমারিতে। সযতনে/মনের ভুলে তড়িঘড়ি তুলে রাখা প্রতিটি স্মৃতির ভাঁজ গুলো মুহুর্তেই সব মনে করিয়ে দেয়।
এখন পর্যন্ত আপনার লেখা সব অসাধারণ কবিতার মাঝে এই কবিতাটি সেরা।
সৌবর্ণ বাঁধন
এতো সুন্দর মন্তব্যের জন্য অনিঃশেষ শুভকামনা।