‘মন ভাবে বলেই ভেবে বসি’

রিতু জাহান ১৮ অক্টোবর ২০১৭, বুধবার, ১১:১৯:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

মনের কোনে কোথাও যদি আওয়াজ ওঠে
ঝড় তুলো না, ডেকে যেও চুপটি করে
সুর ছড়িয়ে দিও দু’কদম দূরে আমার তরে।
চাঁদ উঠুক না উঠুক জ্যোৎস্না হবে তাতে,
পাখামেলে ঝাপ দিবো সে জ্যোৎস্নালোকে
বসন্ত হোক না হোক
বাসন্তি ফুল হতে লজ্জার প্রভা মেখে নিব।

এসব কতোশতো অলস সব ভাবনাগুলো আকাশের ঐ চাঁদের পাত্রে জমা রাখি।
মিথ্যে সকল শপথ বাক্য
চাঁদের কোমল রশ্মিতে অস্পস্ট অস্বচ্ছ ধোয়াসা দেখি।
উজানপথের ভাবনার সে নৌকা তখন ভাটির পথে ঠেলি।
কল্পনায় যে প্রেম আঁকি
সূর্যের তীক্ষ্ণ আলোয় হৃয়ের গভীরে সুগঠিত সে সব প্রেমাবেগ পুড়িয়ে ফেলি রাত্রির শেষ প্রহরে গভীর ঘুমে নিজেকে আচ্ছন্ন করি।
,,,,,,,,মৌনতা রিতু,,,,
১৮.১০.১৭.

৪৬২জন ৪৬১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ