মনের কোনে কোথাও যদি আওয়াজ ওঠে
ঝড় তুলো না, ডেকে যেও চুপটি করে
সুর ছড়িয়ে দিও দু’কদম দূরে আমার তরে।
চাঁদ উঠুক না উঠুক জ্যোৎস্না হবে তাতে,
পাখামেলে ঝাপ দিবো সে জ্যোৎস্নালোকে
বসন্ত হোক না হোক
বাসন্তি ফুল হতে লজ্জার প্রভা মেখে নিব।
এসব কতোশতো অলস সব ভাবনাগুলো আকাশের ঐ চাঁদের পাত্রে জমা রাখি।
মিথ্যে সকল শপথ বাক্য
চাঁদের কোমল রশ্মিতে অস্পস্ট অস্বচ্ছ ধোয়াসা দেখি।
উজানপথের ভাবনার সে নৌকা তখন ভাটির পথে ঠেলি।
কল্পনায় যে প্রেম আঁকি
সূর্যের তীক্ষ্ণ আলোয় হৃয়ের গভীরে সুগঠিত সে সব প্রেমাবেগ পুড়িয়ে ফেলি রাত্রির শেষ প্রহরে গভীর ঘুমে নিজেকে আচ্ছন্ন করি।
,,,,,,,,মৌনতা রিতু,,,,
১৮.১০.১৭.
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ওয়াও ! দারুন হৃদয়ে উদ্বেলিত শব্দমালা মুখরিত আনন্দলিত মনে ঝড় তুল্বে ভালবাসার। মনের সুরে মুরছা তুলে ডাক্লে পূরণ করবে আশা। ভাল লাগা রেখে গেলাম আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ মজিবর ভাই। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
ভাবনাকে বাঁধ দিয়ে রাখা যায় না,
নিজের অগোচরে সে ভাবতেই থাকে,
ভাবনার শ্রোতে ভেসে যাওয়া ব্যাতীত কোন উপায় থাকেনা কোনো।
ভালো হয়েছে,
‘চাঁদের পাত্র’! বাহ সুন্দর এক উপমা।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
রেজওয়ান
অভূতপূর্ব (3
মৌনতা রিতু
ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন।
আবু খায়ের আনিছ
নুনের অভাব বোধ করছি, কিছু নুন থাকলে দাও না আপু এই ভাইকে।
মৌনতা রিতু
আমার ভাইটার তো লেখার বিষয়বস্তুর অভাব হওয়ার কথা নয়। নুন আমি দিব!
অনেক ধন্যবাদ ভাই। ভালবাসা রইলো।
আবু খায়ের আনিছ
কিন্তু লেখার সময় হয় না। শুভ কামনা আপু।
নীলাঞ্জনা নীলা
কবিতার ভাবটা খুব বেশী-ই সুন্দর। কিন্তু ধাঁচটা আমার কাছে এলোমেলো লাগলো। মানে ছন্দ শুরু হয়েই যেনো হোঁচট খেলো। ছন্দের তালে তালে লেখায় অন্তমিল না থাকলেও সমস্যা নেই। কিন্তু তালটা ধরে রাখা চাই-ই চাই। যেমন,
“ফুল হয়ে এই আমি, জন্ম নিতাম যদি
সবার তরে বিলিয়ে দিতাম গন্ধ নিরবধি।।
জন্ম যদি হতো আমার প্রজাপতির মতো
রঙ বেরঙের ডানা মেলে ঘুরতাম অবিরত।।”—এখানে অন্তমিলের সাথে মাত্রা ঠিক আছে। আবার,
“সেই সে যেবার বৃষ্টি হলো পূজোর মাসে
পথ-ঘাট সব জল থৈ থৈ
রিক্সা কোথায়!
তুমি তখন অপেক্ষাতে বসে ছিলে, এদিকে আমি কিভাবে যাই,
সে কথাই ভাবছিলেম।”—-এটাতে অন্তমিল নেই, কিন্তু ছন্দ আছে। অনেক বড়ো হয়ে গেলো মন্তব্য। ভুল বোঝোনা এভাবে যে ছন্দ নিয়ে বললাম। আসলে আপু তোমাকে কিছু বলতে দ্বিধা আসেনা মনে। অনেক ভালো থেকো। আরোও লিখো। -{@
শুন্য শুন্যালয়
নীলাপুর মতো আমিও বলতে চেয়েছিলাম। কবিতা আরো বেশি বেশি পড়ো ভাবী। হতে, তরে এই শব্দগুলো কবিতাতে এড়িয়ে যাবে। থেকে, জন্য ইউজ করবে।
কবিতা লিখতে ভীষণ ভয় আমার। লেখার ভাবটা ভালো লেগেছে।